জল খেতে গিয়ে স্কুলের মধ্যে দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের মধ্যে বচসা হয়। খবর পেয়ে এক ছাত্রের বাবা, জেঠা ও দাদা ক্লাসের মধ্যে ঢুকে অন্য ছাত্রটির উপরে হামলা চালাল। বৃহস্পতিবার দুপুরে এমনই কাণ্ড ঘটেছে গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি অঞ্চল হাইস্কুলে। হামলাকারীদের হাতে ছিল লাঠি আর মিড-ডে মিলের রান্নাঘর থেকে নিয়ে আসা বঁটি। স্কুলের শিক্ষক ও অন্য ছাত্রেরা ওই ছাত্রটিকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন। যদিও ওই ছাত্র ও তার দুই সহপাঠী সামান্য চোট পায়। পরে প্রধান শিক্ষকের অভিযোগে পুলিশ ছাত্র-সহ ওই চার জনকে গ্রেফতার করে। প্রধান শিক্ষক উজ্জ্বল রায় বলেন, “বাচ্চারা নিজেদের মধ্যে খুনসুটি করেছিল। তার জন্য এত কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারিনি। ওদের উপযুক্ত শাস্তি চাই।” জখম ছাত্রের বাবা বলেন, “স্কুলের ভিতরে এই ঘটনা মানা যায় না। বড় ক্ষতি হয়ে যেতে পারত।”
|
এ বার প্রশিক্ষকের ভূমিকায় নামতে চান বাঘমুণ্ডির তিলকডি গ্রামের মেয়ে জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক। বাঘমুণ্ডিতে একটি অ্যাথলেটিক্স অ্যাকাডেমি গড়তে চান তিনি। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতে একটি পথ দুর্ঘটনা সংক্রান্ত মামলার সাক্ষ্য দিতে এসে পিঙ্কি বলেন, “জমি পেয়েছি। যে সংস্থা আমাকে সাহায্য করছে, শীঘ্রই তারা জায়গাটি দেখতে আসবেন।” তিনি জানান, এই এলাকায় অনেক ক্রীড়াপ্রতিভা রয়েছে। তবে অ্যাকাডেমির জন্য তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীরও সাহায্য চাইবেন।
|
সিপিএম ও তৃণমূলের মধ্যে মারপিটের অভিযোগ উঠল বেলিয়াতোড় থানার গদারডিহিতে। মঙ্গলবার রাতের ওই ঘটনায় এক তৃণমূল কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক সিপিএম কর্মী জখম হন বলে অভিযোগ। তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার এক সিপিএম কর্মীকে গ্রেফতার করে। ধৃত কৃষ্ণা বাউরির বাড়ি ওই গ্রামেই।
|
রেললাইনের পাশে জখম অবস্থায় পড়েছিল দুই যুবক-যুবতী। বৃহস্পতিবার সন্ধ্যায় পিয়ারডোবা ও গড়বেতা স্টেশনের মাঝে তাঁদের বেহুঁশ অবস্থায় উদ্ধার করে রেলকর্মীরা বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেন। ওই যুবক-যুবতীর পরিচয় জানা যায়নি।
|
জঙ্গলমহলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করার দাবিতে বৃহস্পতিবার খাতড়ায় মিছিল করল বিজেপি। |