পুলিশের নামে মামলার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
তদন্ত না করে উল্টে অভিযোগকারীকে হুমকি দেওয়ার অভিযোগে কোর্ট সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা শুরুর নির্দেশ দিল। সোনাডাঙ্গার নতুনপাড়ার বাসিন্দা মিঠুন শেখের অভিযোগের ভিত্তিতে নবদ্বীপের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধৃতিমান মণ্ডল এএসআই শেখ মসিউর রহমানের বিরুদ্ধে ভয় দেখানো ও হুমকি দেওয়ার মামলা শুরু করতে বলেছেন। মিঠুন শেখের আইনজীবী শংকর দেব বলেন, “যৌথ উদ্যোগে কাঠের মিল তৈরির টোপ দিয়ে প্রতিবেশী আলামিন শেখ কয়েক দফায় আমার মক্কেলের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নেয়। কিন্তু ব্যবসার কোনও নামগন্ধ না দেখে মিঠুন মাস দু’য়েক আগে আদালতের দ্বারস্থ হন।” কোর্ট নবদ্বীপ থানাকে আলামিনের বিরুদ্ধে মামলা শুরুর নির্দেশ দেয়। সেই মামলার অগ্রগতি সম্পর্কে জানতে ১৭ জুলাই মায়াপুর পুলিশ ক্যাম্পে যান মিঠুন শেখ। অভিযোগ, মামলার তদন্তকারী অফিসার শেখ মসিউর রহমান, মিঠুন শেখকে লক-আপে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান। ঘটনার পরদিনই মিঠুন শেখ তদন্তকারী অফিসারের বিরুদ্ধে নবদ্বীপ কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে বিচারক এএসআই-য়ের বিরুদ্ধে মামলা শুরুর নির্দেশ দেন।
|
অপহৃত শিশু উদ্ধার বাঁকুড়ায়
নিজস্ব সংবাদদাতা • খড়গ্রাম |
দু’দিন ধরে নিখোঁজ থাকার পর মায়ের কাছে ফিরল আট মাসের সৌরভ। খড়গ্রামের জয়পুর গ্রামের এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অনুশ্রী কোনায় ও শঙ্কর বালাকে বৃহস্পতিবার কান্দি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, ২৭ অগস্ট থেকে নিখোঁজ ছিল সৌরভ প্রধান। শিশুটির বাবা শেষ প্রধান, শিশুটির জ্যাঠতুতো দিদি অনুশ্রীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুশ্রীর মোবাইলে টাওয়ার ধরে বাঁকুড়ার কোতুলপুর এলাকা থেকে শিশুটির হদিশ পায়। বুধবার রাতে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “কী কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।”
|
শিশুকে ধর্ষণ, ধৃত প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
চকোলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল পঞ্চাষোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বড়ঞার পালি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত লালবাবু শেখ ওই গ্রামেরই বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় শিশুটি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে খেলা করছিল শিশুটি। সেই সময় ওই ব্যক্তি শিশুটিকে মাঠের পাশে সেচ পাম্প ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটিকে তার বাড়ির সামনে নামিয়ে পালিয়ে ওই ব্যক্তি। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে লালবাবু শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
গয়না হাতিয়ে চম্পট
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ঘরের দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা কয়েক হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না হাতিয়ে চম্পট দিল। পুলিশ জানায়, বুধবার মাঝরাতে ডাকাতেরা কৃষ্ণগঞ্জের গেদে মোড়ের বাসিন্দা বচ্চন হালদারের বাড়িতে চড়াও হয়। একই রাতে দুষ্কৃতী হানা হয়েছে কৃষ্ণগঞ্জের টুঙি এলাকায়। জল খাওয়ার নাম করে দুষ্কৃতীরা এক ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা চালায়।
|
দুষ্কৃতী হানা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা কয়েক হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না হাতিয়ে চম্পট দিল। পুলিশ জানায়, বুধবার রাতে ডাকাতেরা কৃষ্ণগঞ্জের গেদে মোড়ের বাসিন্দা বচ্চন হালদারের বাড়িতে চড়াও হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
|
স্নান করতে নেমে রানিনগরের রামচন্দ্রপুরের শামিলা আককতার বানু ও সঞ্জিলা খাতুন বৃহস্পতিবার দুপুরে তলিয়ে যায়। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।” |