টুকরো খবর |
প্রধান হতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ডিএম অফিসে সালমা বিবি।—নিজস্ব চিত্র। |
প্রধান হিসেবে শপথ নিতে চেয়ে জেলাশাসক গুলাম আলি আনসারির দফতরে আবেদনপত্র জমা দিলেন সদ্য নির্বাচিত এক গ্রাম পঞ্চায়েত সদস্য। নাম সালমা বিবি। বাড়ি পিংলার মুণ্ডুমারির মোহনপুরে। সালমা বিবি এ বারের পঞ্চায়েত নির্বাচনে জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাড়পলাশপুর থেকে নির্বাচিত হয়েছেন। ওই পঞ্চায়েতের প্রধানের পদটি ওবিসি মহিলার জন্য সংরক্ষিত। তবে, সংখ্যাগরিষ্ঠ আসনে তৃণমূল জিতলেও তাদের ওবিসি মহিলা কোনও প্রার্থী নির্বাচনে জেতেননি। ফলে, প্রধান নির্বাচনে জটিলতা দেখা দেয়। সিপিএমের টিকিটে জেতা সালমা বিবির বক্তব্য, তিনি প্রধান নির্বাচনে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু, তৃণমূলের লোকজন বাধা দেন। বিডিও এবং ওসিকে অভিযোগ জানিয়েও সুবিচার মেলেনি। এই পরিস্থিতিতে তিনি যাতে পঞ্চায়েত প্রধান হিসেবে শপথ নিতে পারেন, তার ব্যবস্থা করার দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন সদস্য নির্বাচিত এই গ্রাম পঞ্চায়েত সদস্য।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ইটাহার কলেজের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করে এসএফআই। জেলার অন্যত্রও প্রতিবাদ কর্মসূচি হয়। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডার বক্তব্য, “আমরা ইটাহার কলেজের অধ্যক্ষা নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সর্বত্রই দখলদারির রাজনীতি চলছে। শিক্ষাঙ্গনও তার বাইরে নেই। এ ভাবে চলতে পারে না।” |
|