রেলশহরে ৭টি সাপ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুর শহরের কৌশল্যা থেকে বিষাক্ত সাপ উদ্ধার করল বন দফতর। সাপগুলো যারা নিয়ে যাচ্ছিল, তাঁদের অবশ্য গ্রেফতার করা যায়নি। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন দেখেন কয়েক জন যুবক ঝুড়িতে করে সাপ নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে ৭টি সাপ ছিল। স্থানীয়রা বন দফতরকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হিজলির রেঞ্জ অফিসার অনিন্দ্য গুহঠাকুরতা। ৭টি সাপের মধ্যে ২টি কেউটে, ২টি খরিস এবং ৩টি বড়া। বন দফতর জানিয়েছে, সাপগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
|
চোরাই কাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বন দফতর ও পুলিশের যৌথ তল্লাশিতে বৃহস্পতিবার চোরাই কাঠ উদ্ধার হল খড়্গপুর লোকাল থানার বাগবিন্দায়। এলাকাটি বন দফতরের হিজলি রেঞ্জের অর্ন্তগত। উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য অন্তত ৪০ হাজার টাকা। সঙ্গে নগেন্দ্র পাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই কাঠ অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল বলেই মনে করছে বন দফতর।
|
পঞ্চবটী সংরক্ষণে বটানিক্যাল |
দক্ষিণেশ্বরে পঞ্চবটী উদ্যান সংরক্ষণে বটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার বটানিক্যালের অধিকর্তা হিমাদ্রিশেখর দেবনাথ এবং অন্য দুই বিশেষজ্ঞ ওই উদ্যান পরিদর্শন করেন। ২২ অগস্টের বৃষ্টিতে উদ্যানের মূল বট-অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়ে। ঘুণ ধরাতেই তা ভেঙেছে বলে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের ধারণা। তার পরেই তাঁরা সিদ্ধান্ত নেন, পঞ্চবটীর সংরক্ষণে উন্নত প্রযুক্তি ব্যবহার হবে। দক্ষিণেশ্বর কালীমন্দির ও দেবত্র এস্টেটের পক্ষে কুশল চৌধুরী ২৫ অগস্ট বটানিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, “কথামৃত-এ পঞ্চবটীর যে-সব গাছের উল্লেখ আছে, সেগুলি আবার লাগানো হবে।” হিমাদ্রিবাবু বলেন, “পঞ্চবটীকে পুরনো অবস্থায় ফেরাতে সব রকম সহযোগিতা করব।” |