বাবা-ছেলেকে মার, অভিযুক্ত তৃণমূল |
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে প্রহৃত হয়েছেন ওই যুবকের বাবাও। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েত এলাকার পুইনা গ্রামে। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে। শ্রীকান্ত মোহন্ত নামে ওই যুবককে স্থানীয় ভাবে চিকিৎসা করানো হয়। তাঁর বাবা নারায়ণবাবুর চিকিৎসা চলছে আরামবাগ হাসপাতালে। নারায়ণবাবু এলাকায় সিপিএম সমর্থক হিসাবেই পরিচিত।
নারায়ণবাবু জানান, কয়েক মাস আগে তৃণমূলে যোগ দিয়েছিল ছেলে। পঞ্চায়েত ভোটেও তৃণমূলের হয়ে প্রচারে নামে। বুধবার বিকেলে দলের কিছু লোকের সঙ্গে বিজয় মিছিলে পা মিলিয়েছিল সে। মিছিল শেষ হওয়ার পরে তৃণমূলেরই মোহন মণ্ডল নামে এক নেতা দলবল নিয়ে হাজির হন বলে দাবি নারায়ণবাবুর। সিপিএম পরিবারের লোক হয়েও ছেলে কেন তৃণমূলের মিছিলে হাঁটল, সেই প্রশ্ন তুলে শ্রীকান্তকে মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রহৃত হন নারায়ণবাবুও।
তৃণমূলের স্থানীয় নেতা সুশান্ত ঘোষের অভিযোগ, “মোহন মণ্ডলের দলবল পুরো অঞ্চলে ত্রাস সৃষ্টি করেছে। বিষয়টা আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি।” অন্য দিকে, বিরুদ্ধ গোষ্ঠীর নেতা মোহন মণ্ডলের বক্তব্য, “মাস খানেক আগে শ্রীকান্ত তার বাবাকে মারধর করেছিল। সেই আঘাতেই কাবু হয়ে এত দিন পরে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন উনি।” শ্রীকান্তর দাবি, তৃণমূলে যোগ দিয়ে এক গোষ্ঠীর বিরাগভাজন হয়ে পড়েছেন তিনি। সে জন্যই এই কাণ্ড।
|
দাদাকে মারধর, গ্রেফতার ভাই |
দাদাকে মেরে মাথা ফাটানোর অভিযোগে গ্রেফতার করা হল ভাইকে। বুধবার রাতে গোঘাটের গৌরাঙ্গবাটি গ্রামের ঘটনা। অমর প্রামাণিক নামে জখম ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। তাঁর ভাই হারু প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। |