দীর্ঘ ১৬টা দিন প্রিয় মানুষটির সঙ্গে কথা হয়নি। শুধু জানতে পেরেছিলেন, দূর ইরানে কলকাতার একটি জাহাজকে আটক করা হয়েছে। আর তাঁর নাবিক স্বামী আটকে আছেন সেই জাহাজে।
বৃহস্পতিবার বিকেলে কলকাতার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিস থেকে স্বামী মহম্মদ আজাদের সঙ্গে ফোনে কথা হল। মিনিট পাঁচেক কথা বলেই হাউহাউ করে কেঁদে ফেললেন খিদিরপুরের গৃহবধূ ফিরোজা বেগম। আকণ্ঠ উৎকণ্ঠার কিছুটা গলে পড়ল চোখের জল হয়ে।
আট মাস আগে খিদিরপুর-ওয়াটগঞ্জ এলাকা থেকে ১৬ জন নাবিক শিপিং কর্পোরেশনের ‘দেশ শান্তি’ নামে এক জাহাজে চেপেছিলেন। গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে ওই তৈলবাহী জাহাজ সিঙ্গাপুর-সহ বেশ কয়েকটি বন্দর ঘুরে ১৩ অগস্ট ইরানের বান্দারা-আব্বাস বন্দরে নোঙর করে। প্রায় সঙ্গে সঙ্গেই জাহাজটিকে আটক করে ইরানের নৌসেনা। তাদের অভিযোগ, ওই জাহাজ যে-পথে এসেছে, সেখানে তেল পড়ে দূষণ ছড়িয়েছে। এই অভিযোগে জাহাজটিকে এখনও আটক রাখা হয়েছে। |
দূষণ ছড়ানোর দায়ে ইরানে আটক ভারতীয় জাহাজ ‘দেশ শান্তি’। শিপিং কর্পোরেশনের অফিস থেকে আটক
জাহাজকর্মীদের সঙ্গে কথা বলছেন পরিবারের লোকেরা। বৃহস্পতিবার শুভাশিস ভট্টাচার্যের তোলা ছবি। |
ক্যাপ্টেন অবশ্য শিপিং কর্পোরেশনকে জানান, তাঁর জাহাজ থেকে মোটেই তেল পড়েনি। জাহাজ খালি অবস্থায় ওই বন্দরে নোঙর করেছে। জাহাজটিকে আটক করা হয়েছে মিথ্যা অভিযোগে।
ওই জাহাজের নাবিক-কর্মীরা কলকাতার বাসিন্দা। গত ডিসেম্বরে ঘর ছেড়েছিলেন তাঁরা। তাঁদের খোঁজখবর পাওয়ার আশায় আত্মীয়স্বজন এ দিন শিপিং কর্পোরেশনের অফিসে ভিড় করেন। কর্পোরেশনের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মানবেন্দ্র ঘটক নিজে উদ্যোগী হয়ে ইরানে আটক জাহাজের নাবিকদের সঙ্গে ফোনে পরিজনদের কথা বলার ব্যবস্থা করেন। মানবেন্দ্রবাবু বলেন, “বিষয়টি নিয়ে দু’দেশের কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। নাবিকেরা নিরাপদ ও সুস্থ আছেন বলে খবর পেয়েছি। নাবিকদের সঙ্গে কথা বলার পরে পরিজনদের উৎকণ্ঠা খানিকটা হলেও কমেছে। আমরা নাবিকদের আত্মীয়দের সব রকম সাহায্য করছি।”
নাবিকদের পরিজনদের নিয়ে কলকাতা বন্দরের নাবিক সংগঠনের নেতা সিরাজুল করিম এ দিন শিপিং কর্পোরেশনের কর্তাদের সঙ্গে দেখা করেন। সিরাজুল বলেন, “আটক নাবিকেরা বাড়ি না-ফেরা পর্যন্ত কর্পোরেশনের অফিস থেকে তাঁদের সঙ্গে পরিজনদের ফোনে কথা বলার ব্যবস্থা থাকছে।” আটক এক নাবিকের স্ত্রী সন্তানসম্ভবা। শিপিং কর্পোরেশন তাঁর চিকিৎসার সব খরচ দেবে।
কবে মুক্তি পাবে জাহাজ?
শিপিং কর্পোরেশন সূত্রের খবর, ইরানে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা ওই জাহাজ পরিদর্শন করেছেন। দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে জাহাজ ও বিদেশ মন্ত্রকের আলোচনা চলছে দফায় দফায়। খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন শিপিং কর্পোরেশন-কর্তৃপক্ষ। ওই জলপথে তেল পড়ে দূষণের অভিযোগ সত্য হলে তার ক্ষতিপূরণ বাবদ টাকা দিতে রাজি আছেন তাঁরা। লিখিত ভাবে ইরান সরকারকে তা জানিয়েও দেওয়া হয়েছে।
|
সাসপেন্ড ২ সেনা
সংবাদসংস্থা • জেরুজালেম |
প্যালেস্তাইনি যুবকদের সঙ্গে নাইট ক্লাবে পার্টি করায় সাসপেন্ড করা হল ইজরায়েলের দুই সেনাকে। |