বন্ধ্যাকরণে গিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
বন্ধ্যাকরণের পর মৃত্যু ঘিরে উত্তেজনা দেখা দিল হলদিবাড়ি হাসপাতালে। গাফিলাতির অভিযোগ তুলে মহিলার আত্মীয় এবং এলাকার বাসিন্দারা হলদিবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান। বেলা সাড়ে ১২টা নাগাদ তদন্তের প্রতিশ্রুতি দিলে ঘেরাও তুলে নেওয়া হয়। মৃতার নাম মামণি রায় (৩০)। তাঁর বাড়ি হলদিবাড়ি বাজজমা গ্রামে। মঙ্গলবার বন্ধ্যাকরণের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হলদিবাড়ি হাসপাতালে ভর্তি করে রাখা হয়। বুধবার ভোর চারটের সময় তিনি মারা যান। মৃতার স্বামী দীপক রায় বলেন, “কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের গাফিলতিতে ঘটনাটি ঘটে। রাতে তাঁদের ডেকেও পাওয়া যায়নি। স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও কেউ আসেনি।” ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস দাস বলেন, “গাফিলতি হয়নি। চিকিৎসক এবং নার্সরা সব সময় ডিউটিতে ছিলেন। রোগীর দেখভাল হয়েছে। ওই মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।” |
নেশাগ্রস্ত অবস্থায় এক চিকিৎসককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল এক কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি-তেও। তবে ওই চিকিৎসকের গায়ে গুলি লাগেনি। তাঁর অভিযোগ, ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট চেয়েছিলেন ওই কনস্টেবল। তা দিতে অস্বীকার করায় তিনি সার্ভিস রিভলভার বের করে গুলি চালান। থানায় ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও ফল হয়নি। |