টুকরো খবর
শিলিগুড়িতে তৃণমূলকে দুষলেন দীপা
মুখ্যমন্ত্রী একদিকে বলছেন শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য চলবে না। অন্য দিকে শিক্ষা ক্ষেত্রে তৃণমূল নৈরাজ্য প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ তুললেন কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে ওই অনুষ্ঠানে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা নির্বেদ রায়, মাটিগাড়া-নকশালবাড়িরক বিধায়ক শঙ্কর মালাকার, দার্জিলিং লোকসভা যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ রায়চৌধুরী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোনাল্ড দে-সহ অনেকেই। শিলিগুড়ি এবং আশোপাশের বিভিন্ন কলেজের ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরা যোগ দেন। দার্জিলিং জেলা ছাত্র পরিষদের তরফে এ দিন প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করা হয়। এ দিনটি প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে তৃণমূল ছাত্র পরিষদও। দীপাদেবী বলেন, “অন্য দল কংগ্রেসের জিনিস নিয়ে চললে চলতে পারে। তবে কলেজে নৈরাজ্য সৃষ্টি, ভাঙচুর চালানো এ সব কংগ্রেস ছাত্র পরিষদ মানবে না।” তৃণমূলের দাবি, তাদের সঙ্গেই ছাত্র যুবকরা রয়েছেন। তাদের সংগঠনই আসল ছাত্র পরিষদ।

পাট্টা দেওয়ার নামে ‘প্রতারণা’
পাট্টা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। বুধবার শিলিগুড়ি থানায় অভিযোগ জানান ওই এলাকার বাসিন্দা মিথিলেশ সিংহ। তিনি বলেন, “আমার বাড়ি খাস জমির ওপরে। সরকারি ভাবে কাগজ পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজন ২০ হাজার করে টাকা নিয়েছে।” শুধু মিথিলেশবাবু নয়, এলাকার আরও কয়েকজনের থেকেও এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে জানান স্থানীয় ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর অমরনাথ সিংহ। পুলিশ সূত্রের খবর, সন্তোষীনগর পাট্টা সংগ্রাম মোর্চার নামে একটি সংগঠন তৈরি করে কুড়ি টাকা করে ফর্ম বিক্রি করছেন অভিযুক্তরা। সেই ফর্ম অতিরিক্ত জেলাশাসকের পাঠানো হবে বলে এলাকার বাসিন্দাদের কাছ থেকে ২০-৩০ হাজার টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। মার্চ মাসে টাকা দিয়েছিলেন মিথিলেশবাবু। তিনি বলেন, “আমাকে বলা হয়েছিল ২-৩ মাসের মধ্যেই জমির পাট্টা পেয়ে যাব। এখনও পাইনি।” অভিযুক্তরা নিজেদের সংগঠনটিকে স্থানীয় জনসেবা সমিতি নামে এক সংগঠনেক অনুমোদিত বলে দাবি করেছেন বলে বাসিন্দারা জানান। তবে জনসেবা সমিতির সম্পাদক কৃষ্ণা প্রসাদ বলেন, “আমাদের তরফে এই ধরণের কোন অনুমোদন দেওয়া হয় নি। পুলিশকে ব্যবস্থা নিতে হবে।” প্রশাসনিক সূত্রের খবর, পাট্টার আবেদনের জন্য নির্ধারিত ফর্ম বিনামূল্যে দেওয়া হয়। সেখানে ফর্ম বিক্রি করে টাকা তোলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

হকার উচ্ছেদে উত্তেজনা
ফুটপাতের হকারকে সরানো নিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জেরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির হিলকার্ট রোডে। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। হকারের অভিযোগ, “দীর্ঘদিন থেকে ব্যবসা করছি। হঠাৎ পাশের এক দোকানদার তাকে তুলে দেওয়ার চেষ্টা করেন।” হিলকার্ট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিজয় গুপ্তা বলেন, “ফুটপাত দখল করে ব্যবসা করায় যাতায়াত করতে অসুবিধে হয়। প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয় নি।” এ দিন কিছুসময় পথ অবরোধ করেন হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সদস্যরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি অরুপ রতন ঘোষ বলেন, “আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।”

হাসিস-সহ ধৃত
লক্ষাধিক টাকার হাসিস-সহ এক ব্যক্তিকে ধরল শুল্ক দফতর। বুধবার সন্ধ্যায় ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায়। শুল্ক দফতরের নকশালবাড়ির ডেপুটি কমিশনার জ্যোতিকুমার বুবানা জানান, ধৃতের নাম জীবন মোক্তান। বাড়ি নেপালের ঝাঁপা জেলায়। তার হেফাজত থেকে পাঁচ কেজি হাসিস মিলেছে। তা কলকাতায় পাচারের উদ্দেশ্য ছিল বলে সন্দেহ।

ওষুধের দোকানে তালা ভেঙে চুরি
ময়নাগুড়ি ওয়েলফেয়ার সংস্থা পরিচালিত ওষুধের দোকানের তালা ভেঙে প্রায় ৭০ হাজার টাকার ওষুধ চুরি করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। সংস্থার পক্ষে বাবলু বসু বুধবার জানিয়েছেন, এ দিন সকালে দোকান খুলতে গিয়ে কর্মচারীরা প্রথম দেখেন দোকানের তালা ভাঙা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

জলাশয় ভরাট করার নালিশ
কংগ্রেসের বিদায়ী পুর চেয়ারম্যানের মদতে আলিপুরদুয়ার শহরের ১২ নম্বর ওয়ার্ডে জলাজমি ভরাট করার অভিযোগ তুলল তৃণমূল। ওয়ার্ডে এ বার কংগ্রেস প্রার্থী বিদায়ী চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত মহকুমা শাসক শিশির লেপচা বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।” তৃণমূল নেতা জহর মজুমদারের অভিযোগ, “দীপ্তবাবুর মদতে বড় পুকুর ভরাট হচ্ছে। তদন্ত হওয়া দরকার।” দীপ্তবাবু বলেছেন, “মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। পুর ভোটে কংগ্রেসের সাংগঠনিক শক্তির সঙ্গে না পেরে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।” জমি মালিক দীপেন মুখোপাধ্যায় বলেন, “জলা নয়, নিচু জমি। ভরাটের কোনও বিষয় নেই।”

বাগানে গেট মিটিং
ডুয়ার্সের মেটেলির কিলকোট বাগানে শ্রমিক আবাস, জলের ব্যবস্থা, জ্বালানি জোগান-সহ ১৪টি দাবিকে নিয়ে তিন দিন ধরে গেটমিটিং করছে প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন। বৃহস্পতিবার এ জন্য বৈঠক ডাকা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.