|
|
|
|
টুকরো খবর |
ফের বৃষ্টি, জল ছাড়ল ব্যারাজও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
নতুন করে বৃষ্টি হওয়ায় ফের কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলাধার থেকে জল ছাড়ায় এই আশঙ্কা আরও বেড়েছে। যদিও জেলা প্রশাসন জানিয়েছে, উদ্বেগের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, বুধবার সকালে গালুডি জলাধার থেকে ১০ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এ দিকে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের সর্বত্রই কমবেশি বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ঘাটালে, ১০৯ মিলিমিটার। মেদিনীপুরে ৩৪ মিমি, ঝাড়গ্রামে ৫৪ মিমিটার, গোপীবল্লভপুরে ৪৮ মিমি, লালগড়ে ২৮ মিমি, মোহনপুরে ২০ মিমি, সবংয়ে ৮৯ মিমি। তবে বুধবার পর্যন্ত পরিস্থিতি আগের থেকে খারাপ হওয়ার খবর নেই। বরং জলমগ্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, লাগাতার ভারী বৃষ্টি চলতে থাকলে তখন পরিস্থিতি খারাপ হতে পারে।
|
বধূ নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এক মহিলার উপর অত্যাচারের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। খড়্গপুর লোকাল থানার ঘাঘরার এই ঘটনায় ধৃতের নাম রাকেশ সিংহ। তাঁর স্ত্রী রানিদেবী মঙ্গলবার রাতে পুলিশে নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার সকালে গ্রেফতার করা হয় রাকেশকে।
|
ভাঙছে পাড় |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিল। সাম্প্রতিক অতিবৃষ্টি, সঙ্গে ব্যারাজের ছাড়া জলে কংসাবতী বিপদসীমার উপরে বইছিল। তার জেরেই পালবাড়িতে প্রায় ১৫০ মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। সেচ দফতরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুবীর কুমার লাহা ও মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |
|
|
|
|
|