টুকরো খবর
অরুণাচলে পাখি উৎসব
অরুণাচলের ঈগল নেস্ট অভয়ারণ্যে হবে ‘পাখি উৎসব’। সম্প্রতি এ কথা ঘোষণা করেছে সে রাজ্যের বন দফতর। জানা-অজানা পাখির খোঁজে ওই অভয়ারণ্যে সারা বছরই ভিড় জমান দেশ-বিদেশের পাখি-প্রেমিকরা। সেই অরণ্যে হরেক রকম প্রজাপতিরও দেখা মেলে। বন দফতরের আশা, পশ্চিম কামেং জেলার ওই অভয়ারণ্যে ‘পাখি উৎসবে’ আসবেন অনেক পর্যটকই। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ‘ঈগল নেস্ট’-এ ধনেশ, হেরন, কালো সারস, বাজ, ঈগল, ট্রাগোপান, পেঁচা, কোয়েল-সহ প্রায় ৪৫০ প্রজাতির পাখি রয়েছে। রয়েছে ১৬৫ রকমের প্রজাপতি। তা ছাড়া, জঙ্গলে দেখা মিলবে রেড পান্ডা, বাঘ, ভালুক, উল্লুকেরও।

বৃক্ষরোপণ
আসানসোল পুরসভার ৫ নম্বর বরো কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে গেল মঙ্গলবার। বার্নপুরের শ্যামডিহিতেও পুরসভার উদ্যোগে তৈরি ভূতবাড়ি জলপ্রকল্প এলাকায় এই কর্মসূচী পালন করা হয়েছে। বৃক্ষরোপণ করেন মেয়র পারিষদ (পূর্ত) লক্ষ্মণ ঠাকুর, ৫ নম্বর বোরো চেয়ারম্যান ভরত দাস-সহ অন্যান্য অতিথিরা।

পায়ে পায়ে
বুধবার ছবিটি তুলেছেন শুভ্র মিত্র।
গড়বেতা থেকে মঙ্গলবার রাতে বাঁকাদহ রেঞ্জের জঙ্গলে ঢুকে পড়েছে দলমার ৬০টি হাতি। সেই রাতেই আস্থাশোল ও কলাবাগান গ্রামে হাতির পাল ফসলের ব্যাপক ক্ষতি করে। ডিএফও (বিষ্ণুপুর) কুমার বিমল জানান, গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। হাতির দলটির গতিবিধির উপর বনকর্মীদের নজর রাখতে বলা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.