অরুণাচলে পাখি উৎসব
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অরুণাচলের ঈগল নেস্ট অভয়ারণ্যে হবে ‘পাখি উৎসব’। সম্প্রতি এ কথা ঘোষণা করেছে সে রাজ্যের বন দফতর। জানা-অজানা পাখির খোঁজে ওই অভয়ারণ্যে সারা বছরই ভিড় জমান দেশ-বিদেশের পাখি-প্রেমিকরা। সেই অরণ্যে হরেক রকম প্রজাপতিরও দেখা মেলে। বন দফতরের আশা, পশ্চিম কামেং জেলার ওই অভয়ারণ্যে ‘পাখি উৎসবে’ আসবেন অনেক পর্যটকই। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ‘ঈগল নেস্ট’-এ ধনেশ, হেরন, কালো সারস, বাজ, ঈগল, ট্রাগোপান, পেঁচা, কোয়েল-সহ প্রায় ৪৫০ প্রজাতির পাখি রয়েছে। রয়েছে ১৬৫ রকমের প্রজাপতি। তা ছাড়া, জঙ্গলে দেখা মিলবে রেড পান্ডা, বাঘ, ভালুক, উল্লুকেরও। |
বৃক্ষরোপণ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুরসভার ৫ নম্বর বরো কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে গেল মঙ্গলবার। বার্নপুরের শ্যামডিহিতেও পুরসভার উদ্যোগে তৈরি ভূতবাড়ি জলপ্রকল্প এলাকায় এই কর্মসূচী পালন করা হয়েছে। বৃক্ষরোপণ করেন মেয়র পারিষদ (পূর্ত) লক্ষ্মণ ঠাকুর, ৫ নম্বর বোরো চেয়ারম্যান ভরত দাস-সহ অন্যান্য অতিথিরা। |
বুধবার ছবিটি তুলেছেন শুভ্র মিত্র। |
গড়বেতা থেকে মঙ্গলবার রাতে বাঁকাদহ রেঞ্জের জঙ্গলে ঢুকে পড়েছে দলমার ৬০টি হাতি। সেই রাতেই আস্থাশোল ও কলাবাগান গ্রামে হাতির পাল ফসলের ব্যাপক ক্ষতি করে। ডিএফও (বিষ্ণুপুর) কুমার বিমল জানান, গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। হাতির দলটির গতিবিধির উপর বনকর্মীদের নজর রাখতে বলা হয়েছে। |