‘ভলতেয়ার বলেন নাই’ শীর্ষক সম্পাদকীয় নিবন্ধে (২০-৮) লেখা হয়েছে, ‘মতপ্রকাশের স্বাধীনতার কথা উঠলেই ফরাসি পণ্ডিত ভলতেয়ারের একটি মন্তব্য পুনরুচ্চারিত হয়: আমি তোমার মত মানি না, কিন্তু তুমি যাহাতে তোমার মত অবাধে বলিতে পারো, তাহার জন্য আমি নিজের প্রাণ অবধি বিসর্জন দিতে প্রস্তুত।
সবিনয় নিবেদন করি যে, সত্যি সত্যি এ কথা ‘ভলতেয়ার বলেন নাই’। কথাটা লিখেছিলেন ‘দ্য ফ্রেন্ডস অব ভলতেয়ার’ শিরোনামে রচিত ভলতেয়ারের জীবনীকার এভলিন বিয়েট্রিস হল, যিনি S G Tallentyre ছদ্মনামে লিখতেন। ওই জীবনীতে ভলতেয়ারের বোধ তুলে ধরতে বিয়েট্রিস লিখেছিলেন, I disapprove of what yoy say, but I will defend to the death your right to say it. সুতরাং পুরুষ ভলতেয়ারের নামে যেটা চলে, সেটা উনিশ শতকের ব্রিটিশ লেখিকার। এই নারী বিখ্যাত লেখক হেনরি স্টেন মেরিমামকে তাঁর সাহিত্য-নির্মাণে এতটাই পরামর্শ দিতেন যে, মৃত্যুর সময় মেরিমাম পাঁচ হাজার স্টার্লিং পাউন্ড রেখে যান বিয়েট্রিসের জন্য, এই বলে যে, in token of my gratitude for her continued assistance and literary advice, without which I should never have been able to have made a living by my pen. সেই টাকার মূল্য এখন অন্তত চার লক্ষ পাউন্ডের সমান।
পাচু রায়। কলকাতা-৫৫
|
কবীর সুমন (‘সুমনামি’, ২৮-৭) লিখেছেন, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ‘মোর মালঞ্চে বসন্ত নাই রে নাই’ গানটি দিলীপ সরকারের লেখা ও সুর করা। প্রকৃতপক্ষে, এই গানটির রচয়িতা কানাই ঘোষাল, সুরকার দিলীপ সরকার। ১৯৫০ সালে ‘হিজ মাস্টার্স ভয়েজ’-এ গানটি রেকর্ড করা হয়। প্রসঙ্গত, ২০০৮ মার্চ মাসে কানাই ঘোষালের কবিতা সংকলন ‘জলছবি’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন সংগীতশিল্পী পিন্টু ভট্টাচার্য।
সুস্মিতা ঘোষাল। শিবপুর, হাওড়া-২ |