বাড়তি যাত্রী স্বাচ্ছন্দ্যের সুযোগ স্পাইসজেটে |
বিমানে ওড়ার সময়ে পাশের আসনটি ফাঁকা থাকলে অতিরিক্ত টাকা দিয়ে সেই আসন আপনার সুবিধার জন্য বুক করা যাবে। কারণ যাত্রীদের জন্য নতুন এই সুযোগ নিয়ে হাজির স্পাইসজেট বিমান সংস্থা। এমনকী অতিরিক্ত টাকা দিলে মাত্র একটি নয়, পাশাপাশি দু’টি ফাঁকা আসনও আপনার জন্য বরাদ্দ করা হতে পারে। সে ক্ষেত্রে তিনটি আসনে লম্বা হয়ে শুয়েও পড়া যাবে। নয়তো পাশে একটি ফাঁকা আসন পেলে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবেন যাত্রী। বিমান সংস্থার দাবি, টিকিট কাটার সঙ্গে সঙ্গে প্রাথমিক ভাবে ৫০ টাকা করে দিতে হবে বাড়তে আসনের জন্য। বিমান ছাড়ার আগের মূহূর্তে যদি দেখা যায় আসন খালি আছে, তা হলে সেই আসন পেতে ন্যূনতম আরও ২৫০ টাকা লাগবে। গন্তব্য অনুযায়ী বাড়বে টাকার অঙ্ক।
|
পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের জেরে গত প্রায় এক মাস ধরে দার্জিলিং পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হওয়ায় উদ্বিগ্ন বিভিন্ন পর্যটন সংস্থাগুলি। পুজোর মুখে ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের ৭৮ শতাংশ পাহাড়ে ঘোরার সূচিও বাতিল করেছেন বলে দাবি করেন তারা। এই পরিস্থিতিতে আন্দোলনকারী এবং সরকারকে সজাগ করতে ‘অন লাইন ফোরাম’ তৈরি করল পর্যটন সংস্থাগুলির একাংশ।ফেসবুকে ‘অ্যাকশন ফোরাম অব ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ স্টেক হোল্ডার’ (আফটিস) নামে ওই ফোরাম চালু করা হয়েছে। সেখানে বিভিন্ন মানুষ তাঁদের মতামত জানাতে পারছেন। ফোরামের আহ্বায়ক রাজ বসু বলেন, “যে পরিস্থিতি তাতে পুজোর মুখে পর্যটন ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যবসার সঙ্গে জড়িত হোটেল মালিক, গাড়ির মালিক-কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিদেশি পর্যটকদের কাছথেকে যে বিপুল সরকারি রাজস্ব আসতে পারত তা ক্ষতিগ্রস্ত হল। আন্দোলনকারী এবং সরকারকে সজাগ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই ফোরামে মতামত দিতে পারবেন বাসিন্দারা।”
|
হলদিয়া পেট্রোকেমের শেয়ার নিলাম সেপ্টেম্বরেই শেষ করতে বলল রাজ্য |
হলদিয়া পেট্রোকেমিক্যালসের শেয়ার নিলাম প্রক্রিয়া আগামী মাসের মধ্যেই শেষ করতে হবে। পরামর্শদাতা সংস্থা ডেলয়েট আরও সময় চাওয়ায় এ কথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির একজোট হয়ে (কনসোর্টিয়াম তৈরি করে) শেয়ার নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টিও ডেলয়েটের হাতেই ছেড়ে দিয়েছে রাজ্য। এই নিলাম প্রক্রিয়া দেখাশোনা করার জন্য তৈরি বিশেষ মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে সম্প্রতি বৈঠক করেন ডেলয়েট-কর্তারা। এ পর্যন্ত নিলাম প্রক্রিয়া কত দূর এগিয়েছে, তা সবিস্তারে জানায় ডেলয়েট। বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত। বৈঠক শেষে পার্থবাবু জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।
|
নাম বদলে গেল টাইটান ইন্ডাস্ট্রিজের |
টাইটান ইন্ডাস্ট্রিজ এ বার নাম বদলে হল টাইটান কোম্পানি লিমিটেড। শুধু তাই নয়, ঘড়ি, গয়না, চশমা প্রস্তুতকারক ও বিক্রেতা এই সংস্থা এ বার সুগন্ধি এবং হেলমেটের ব্যবসায় পা রাখতে চাইছে বলেও জানিয়েছেন এমডি ভাস্কর ভট্ট। তাঁর দাবি, নিজেদের পরিচিতির ভিত আরও পোক্ত করতে ও দৈনন্দিন জীবনযাপনে ব্যবহার্য পণ্যের ব্যবসাকে আরও ভাল ভাবে তুলে ধরতেই নাম বদলের এই সিদ্ধান্ত। সেই সঙ্গে নয়া লোগো ‘টাইটান স্টার’ও এনেছে সংস্থা।
|
দেশের কর ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে এবং কর সংক্রান্ত নীতির প্রয়োগ ঠিক মতো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নতুন কমিশন গড়ল কেন্দ্র। এই ‘ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন’ বা কর প্রশাসন সংস্কার কমিশন-এর কাজের সময়সীমা হবে ১৮ মাস। কর নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান সূত্র ছাড়াও কর ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, করদাতার সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে রিপোর্টও জমা দেবে এই কমিশন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন পার্থসারথি সোম। তাঁর পদটি হবে প্রতিমন্ত্রীর সমান। থাকছেন পূর্ণ সময়ের দু’জন, আংশিক সময়ের চার জন সদস্য। |