চন্দ্রযান ১-এর তথ্যে চাঁদে জল পেল নাসা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
চাঁদের মাটিতে জল আছে এমন তথ্য অনেক আগেই পেয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু এত দিন পর্যন্ত তাঁদের সন্দেহ ছিল, হয়তো পৃথিবী থেকে আসা কোনও মহাকাশযানেই ছিল ওই জল। অথবা সৌর ঝড়ের জেরে চাঁদের মাটিতে তৈরি হয়েছিল জলের পাতলা স্তর। কারও মতে, উপগ্রহ চিত্রে ভুল তথ্য ধরা পড়েছে। কিন্তু সেই সব ধারণাকেই বাতিল করে দিয়ে নাসা জানাল, চাঁদের গভীরে লাভার মধ্যে জলীয় নমুনা খুঁজে পাওয়া গিয়েছে। আর সেই তথ্য পাওয়া গিয়েছে ইসরোর পাঠানো চন্দ্রযান-১ মহাকাশযানের সৌজন্যে। চাঁদের মাটিতে কী কী খনিজ রয়েছে তা জানতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছিল চন্দ্রযান-১। সেখান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তা পরীক্ষা করে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের গভীরে জল রয়েছে। এবং সেই জল লাভার মধ্যে মিশে রয়েছে। এত গভীরে থাকা সেই জলীয় নমুনা বাইরের কোনও নক্ষত্র, গ্রহ বা এমনকী মহাকাশযান থেকে আসাও সম্ভব নয়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের গবেষক র্যাচেল ক্লিমা বলেন, “চাঁদের মাটিতে এই জল আবিষ্কার নিঃসন্দেহে খুব বড় ঘটনা। এ বার চাঁদের সৃষ্টিরহস্য ভেদ করা
অনেকটাই সহজ হবে।” |
অঙ্কের ‘খেল’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অঙ্কের নাম শুনলেই জ্বর আসে, এমন লোক বিরল নয়। এমনও অনেকে আছে, শক্ত অঙ্ক মুহূর্তে কষে ফেলাই যাদের নেশা। এ বার সেই অঙ্কেরই এক প্রদর্শনীর সাক্ষী হচ্ছে মহানগর। কলকাতার ম্যাক্স মুলার ভবন ও জার্মানির গিসেন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২৬ থেকে ৩১ অগস্ট পার্ক সার্কাসের ডন বসকো স্কুলে চলছে প্রদর্শনী ‘ম্যাথমেটিক্স ইউ ক্যান টাচ’। গিসেনের অঙ্ক-মিউজিয়াম ‘ম্যাথমেটিকাম’ থেকে আনা হয়েছে এমন ১০টি প্রমাণিত গবেষণা, যেগুলি সব বয়সের মানুষ প্রশিক্ষণ ছাড়াই বুঝতে পারবেন। |