স্টেম কোষ থেকে গবেষণাগারে কোনও পরিণত অঙ্গ তৈরির চেষ্টা বহু দিন ধরেই চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। অনেক ক্ষেত্রে কিছুটা হলেও সফল হয়েছেন তাঁরা। কিন্তু গবেষণাগারে স্নায়ু কোষ বা মস্তিষ্ক তৈরির কথা কল্পবিজ্ঞানের বইতেই থেকে গিয়েছিল এত দিন। এ বারে সত্যি সত্যিই একটা গোটা মস্তিষ্ক গবেষণাগারে তৈরি করে ফেলার দাবি করলেন বিজ্ঞানীরা। তা-ও মাত্র দু’মাসে। তাঁদের এই গবেষণা বিজ্ঞান পত্রিকা ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে।
অস্ট্রিয়ার মলিকিউলার বায়োটেকনোলজি এবং ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান জেনেটিক্স বিভাগের এক দল গবেষক অনেক দিন ধরেই স্টেম কোষ থেকে মস্তিষ্কের বিভিন্ন অংশ তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন। এর জন্য তাঁরা কয়েকটি স্টেম কোষ (নির্দিষ্ট পরিবেশে যে কোষ থেকে পরিণত জীবদেহ তৈরি হতে পারে) একটি পাত্রে রাখেন। যাতে দ্রুত বাড়তে পারে তার জন্য বাইরে থেকে ওই কোষগুলো বিশেষ তরলে ডুবিয়ে রাখা হয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই কোষগুলি বৃদ্ধি পেয়ে নিউরোএক্টোডার্ম তৈরি করে। বিজ্ঞানীরা মনে করেন এই নিউরোএক্টোডার্ম থেকেই ভ্রূণের মস্তিষ্ক তৈরি হয়। তার পর দু’মাসের মধ্যেই নিউরোএক্টোডার্ম ৪ মিলিমিটারের একটি মস্তিষ্কে পরিণত হয়। বিজ্ঞানীদের দাবি, আকারে স্বাভাবিকের থেকে ছোট হলেও মস্তিষ্কের প্রায় সব অংশই রয়েছে এই কৃত্রিম মস্তিষ্কে।
গবেষকদলের অন্যতম য়ুয়েরগেন নবলিশ বললেন, “গোটা মাথাটা তৈরি করা আমাদের লক্ষ্য নয়।
আমরা জানতে চাইছিলাম কী করে মস্তিষ্ক তৈরি হয়। এই গবেষণা ভবিষ্যতে সিজোফ্রেনিয়া বা অটিজমের মতো রোগের চিকিৎসা করতে আমাদের অনেক সাহায্য করবে বলে আশা করছি।” |