টুকরো খবর
লুথার স্মরণে ফিরে দেখা
লিঙ্কন মেমোরিয়ালের অনুষ্ঠানে। ছবি: এএফপি
পেরিয়ে গিয়েছে ৫০টি বছর। ১৯৬৩-র ২৮ অগস্ট ‘আমার একটি স্বপ্ন আছে’, এই কথা বলেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এবং অর্থনৈতিক সাম্যের জন্য আন্দোলনের ডাক দিয়েছিলেন মার্টিন লুথার কিং। লিঙ্কন মেমোরিয়ালে লুথারের ঐতিহাসিক সেই বক্তৃতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই লিঙ্কন মেমোরিয়ালে। লুথার যে সময় বক্তৃতা শুরু করেছিলেন, ঘড়ি ধরে সে সময়ই বক্তৃতা শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।

ছেলেকে ফিরে পেয়ে আত্মহারা
সাত মিনিটের ভিডিও ফুটেজটা দেখে চোখে জল আসছে অনেকেরই। বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসছেন এক ব্যক্তি। তাঁর ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরতে। ওই ব্যক্তির মুখে আনন্দ আর আতঙ্কের মিশেল। ছেলেটাকে জড়িয়ে ধরে তিনি এতটাই আবেগতাড়িত যে তাঁকে চার পাশ থেকে ধরতে এগিয়ে আসছেন তাঁর আত্মীয়, প্রতিবেশীরা। কিন্তু শিশুটি যেন ঝিমিয়ে পড়ছিল। তখন বাবাকে শান্ত করছেন স্বজনরা। কয়েক মিনিট পরে ছেলের জ্ঞান ফিরল। গোলাপি শার্ট পরা পুঁচকেটার চোখ দু’টো জ্বলজ্বল করছে। দেখে বাবা কোলে তুলে নিচ্ছেন। আনন্দের সীমা নেই তাঁর। আরবি ভাষা না জানলেও এই ভিডিওয় বাবা-ছেলের মিলন দেখে চোখ ভিজে যাচ্ছে দর্শকের। এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করেছিল সিরিয়ার বিদ্রোহীরা। জামালকার ঘটনা। ভিডিওর ওই ব্যক্তি ভেবেছিলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের দিন অসংখ্য শিশুর সঙ্গে তাঁর ছেলেটাও মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

ইরাকে বিস্ফোরণ, নিহত ৫১
শহর জুড়ে বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ৫১ জন। আহত বহু। বুধবার বাগদাদের ঘটনা। সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণটি হয় দক্ষিণ বাগদাদে এক রেস্তোরাঁর সামনে। সেখানে গাড়ির মধ্যে বোমা রেখেছিল জঙ্গিরা। এতে ৭ জন নিহত এবং ২৩ জন আহত হন।

আফগানিস্তানে হত ১০
ন্যাটো বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়িবোমা হামলা। ন্যাটোর জন্য তেল বহনকারী ট্যাঙ্কারে রকেট হামলা। বুধবার কাবুলে এই জোড়া হামলায় নিহত হন ১০ জন। জখম ২৫। গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন ৪ জন আর রকেট হামলায় প্রাণ গিয়েছে ৬ আফগান ট্যাঙ্ক চালকের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.