আলিপুর চিড়িয়াখানায় জলহস্তিনীর মৃত্যু |
আজ সকালে মৃত আবস্থায় পাওয়া গেল আলিপুর চিড়িয়াখানার জলহস্তিনীকে। চিড়িয়াখানায় মোট চারটি জলহস্তি ছিল যার মধ্যে একটির আজ মৃত্যু হয়েছে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ সূত্রে খবর, মৃত জলহস্তিনীটির নাম পাপ্পি। পাপ্পিকে ২০০৫ সালে মুম্বই চিড়িয়াখানা থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। বয়স হয়েছিল ২৮ বছর। গতকাল স্বাভাবিক মেজাজেই দেখা গিয়েছিল এই পাপ্পিকে। আজ সকালে চিড়িয়াখানার জলহস্তিদের দেখভালের দায়িত্ব থাকা কর্মীরা এই জলহস্তিনীটিকে অসাড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বিশেষজ্ঞ চিকিত্সককে। চিকিত্সক পরীক্ষা করে দেখেন, মৃত্যু হয়েছে জলহস্তিনীটির। তবে পাপ্পির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাজদন্তের পরই তা জানা যাবে বলে জানিয়েছেন চিরিয়াখানা কর্তৃপক্ষ।
|
১৪ আবাসিক ছাত্রীর ধর্ষণে অভিযুক্ত ওয়ার্ডেন |
গত কয়েক মাসে সারা দেশে মহামারির মত ছড়িয়েছে, বেড়েছে ধর্ষণের ঘটনা। দিল্লি থেকে মুম্বই বা এ রাজ্যের কামদুনি— একের পর এক গণধর্ষণের ঘটনায় আতঙ্কিত গোটা দেশ। এ দেশ যে মহিলাদের জন্য নিরাপদ নয়, তা জানিয়ে দেশ ছেড়ে গিয়েছেন ভারতে ঘুরতে আসা বিদেশিনীও। তবে বেশিরভাগ ধর্ষণের মামলাই বিশ বাঁও জলে। এ বার অরুণাচল প্রদেশের ইটানগরের একটি ঘটনা সামনে আসতেই উত্তেজনা ছড়াল এলাকায়। ইটানগরের লিকাবাই এলাকার একটি বেসরকারী আবাসিক স্কুলের হস্টেলেরই ওয়ার্ডেনের বিরুদ্ধে ১৪ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ জানানো হয় পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, গত তিন বছরে ওই হস্টেলের ১৪ জন ছাত্রীকে ধর্ষণ করে ওয়ার্ডেন। আক্রান্ত ১৪ জনের বয়স ৪ থেকে ১৩-র মধ্যে। ভয় দেখিয়ে এই ঘটনা অভিভাবকদের জানাতে বারণ করে ওয়ার্ডেন। দিনের পর দিন ভয় দেখিয়ে এই শিশুদের উপর চলে পাশবিক অত্যাচার। সম্প্রতি এই হস্টেলের ১৩ ছাত্রী এই ঘটনাটি তাদের অভিভাবকদের জানায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে বিক্ষোভ দেখান। পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। শেষে ওই ১৩ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত কাল অভিযুক্ত ওয়ার্ডেনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওয়ার্ডেন ছাড়াও স্কুলের প্রধান শিক্ষক-সহ ২ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |