হাতির হানায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
গরু খুঁজতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের দলবদল বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জিতু ওঁরাও (৩৫)। ওই দিন সন্ধ্যায় গরু খুঁজতে বেরিয়ে লাগোয়া জঙ্গলে জিতু ওঁরাও ঢুকে পড়েন বলে জানা গিয়েছে। সোমবার জঙ্গল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। হ্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার মধুরমিলন ঘোষ বলেন, “রবিবার সন্ধ্যায় ওই ব্যক্তি পোষা গরু খুঁজতে জঙ্গলে যায়। তিনি আর ফেরেননি। সোমবার বাড়ি থেকে ৫০ মিটার দূরে তাঁর দেহ পাওয়া যায়।
|
সাপের ছোবলে মৃত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
সাপের ছোবলে মারা গেলেন কাটোয়ার শীলে গ্রামের এক বধূ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কৃষ্ণা বাগ (২২)। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
সাপের ছোবলে মৃত
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সাপের ছোবলে মৃত্যু হল শেখ গফর নামে এক ব্যক্তির। রবিবার জামুড়িয়ার নিউ সাতগ্রাম এলাকার ঘটনা।
|
মাছ ধরার আটলে ধরা পড়ল প্রায় ৬ ফুট লম্বা গোখরো সাপ। রবিবার হাসনাবাদের বরুণহাট শিরিষতলার মঙ্গলহাটি গ্রামে তপন সর্দারের বাড়িতে সাপটি ধরা পড়ে। মাছ খেতে গিয়েই আটলে আটকা পড়ে সাপটি। তবে আক্রোশের বশে বার বার আটলের গায়ে ছোবল মারায় তাঁর মুখ ছড়ে যায়। পরে বনকর্মীরা এসে সেটিকে নিয়ে যান। চিকিত্সার পরে সাপটিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনকর্মীরা জানান। |