বোমা বাঁধতে গিয়ে মৃত এক, আহত দুই
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর |
বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক জনের। আহত হলেন দু’জন। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরের উত্তর মানসী গ্রাম লাগোয়া হুগলির খানাকুলের চিংড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অসিত বাগ (২৩)। বাড়ি হাওড়ার ওই গ্রামেই। আহতদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলে চিংড়ার একটি বাড়িতে জড়ো হয়েছিল। কী কারণে তারা বোমা বাঁধছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
|
শ্লীলতাহানি, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে রবিবার রাতে বাগদা বাজার থেকে দুই যুবককে ধরল পুলিশ। তাদের নাম জয়ন্ত দে ও আসের মণ্ডল। পুলিশ জানায়, বনগাঁর বাগান গ্রামের বাসিন্দা ওই নাবালিকা তার মামাতো ভাইয়ের সঙ্গে সন্ধ্যায় ঝুলনযাত্রা দেখতে গিয়েছিল। সেখানে তিন যুবক ওই নাবালিকাকে কটূক্তি করলে ভাই প্রতিবাদ করে। অভিযোগ, এর পর তারা নাবালিকার শ্লীলতাহানি করে।
|
বিজ্ঞান প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা
|
সম্প্রতি বিজ্ঞান প্রদর্শনী হয়ে গেল পাঁচলায়। পাঁচলা গঙ্গাধরপুর জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় ভবনে এই অনুষ্ঠান হয়। রাজ্যের ৯টি জেলা থেকে প্রায় ১০টি স্কুল এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়া নায়েক। বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের বিভিন্ন মডেলের সচিত্র প্রদর্শনী ছিল।
|
জুডো প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কোনা |
সম্প্রতি অনুষ্ঠিত হল হাওড়া জেলা জুডো প্রতিযোগিতা। কোনা শক্তি সঙ্ঘের উদ্যোগে এই অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, ফুটবলার বলাই দে, এভারেষ্ট জয়ী ছন্দা গায়েন-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মোট ১৪টি বিভাগে ১২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৩৭ জনকে পুরস্কৃত করা হয়।
|
শহিদ দিবস
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর |
শহিদ ক্ষুদিরামের ফাঁসি দিবস উপলক্ষে ‘শহিদ দিবস’ পালিত হল উদয়নারায়ণপুরের ভবানীপুরে। বিবেকানন্দ শিক্ষা নিকেতন হলে ‘বিবেকানন্দ কাউড অ্যান্ড গাইড’ বিভাগের উদ্যোগে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুম্পা ধাড়া। |