টুকরো খবর
সংসদে অসুস্থ সনিয়া
ছবি: পিটিআই
সংসদে খাদ্য সুরক্ষা বিল নিয়ে ভোটাভুটির সময়েই অসুস্থ হয়ে পড়ায় সোমবার এইমসে ভর্তি করতে হয় কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীকে। অবস্থা স্থিতিশীল হওয়ার পরে গভীর রাতে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ দিন লোকসভায় খাদ্য সুরক্ষা বিল নিয়ে বিতর্কে দলকে নেতৃত্ব দেন তিনিই। কংগ্রেস সূত্রে খবর, রবিবার রাত থেকে জ্বরে ভুগছেন সনিয়া। সোমবার সংসদে লিখিত বক্তৃতা পড়ার সময়ে তাঁর হাত কাঁপতে দেখেন অনেকে। সন্ধ্যা সোয়া আটটা নাগাদ বুকে ব্যথা হয় তাঁর। মাথা ঘোরার পাশাপাশি বমিও করেন তিনি। তখন খাদ্য সুরক্ষা বিলে বিরোধীদের আনা নানা সংশোধনী নিয়ে ভোটাভুটি চলছিল। তার মধ্যেই সংসদ ছাড়েন কংগ্রেস নেত্রী। সনিয়াকে ধরে ধরে নিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা। সঙ্গে ছিলেন রাহুলও। এইমসে নিয়ে যাওয়া হলে সনিয়াকে ভর্তি করে নেন চিকিৎসকরা। এইমস সূত্রের বক্তব্য, তাঁরা ঝুঁকি নিতে চাননি। সনিয়াকে তাই ভর্তি করা হয়েছিল। প্রথমে কার্ডিও বিভাগে রাখার কথা হয়। সেখানে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা থাকায় সনিয়াকে রাখা হয় নিউরো-কার্ডিও টাওয়ারে। দু’বছর আগেও এক বার অসুস্থ হয়ে পড়েছিলেন সনিয়া। সে বার চিকিৎসা হয়েছিল আমেরিকায়।

গ্রামে বেড়েছে বেকারত্ব, মানল কেন্দ্র
একশো দিনের প্রকল্প চলা সত্ত্বেও, গত কয়েক বছরে গ্রামাঞ্চলে বেকারত্ব বেড়েছে বলে স্বীকার করে নিল কেন্দ্র। লোকসভায় ইউপিএর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য সুরক্ষা বিল পাশ হওয়ার দিনেই এই স্বীকারোক্তি করল কেন্দ্র। গত লোকসভা ভোটে একশো দিনের কাজ কংগ্রেসকে জিততে অনেকটাই সাহায্য করেছিল বলে মনে করেন অনেকে। আগামী লোকসভা নির্বাচনে খাদ্য সুরক্ষা বিলকে সে ভাবেই ব্যবহার করতে চাইছে কংগ্রেস। কিন্তু ওই বিল পাশের দিনেই আজ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, ১০০ দিনের কাজ চালু থাকা সত্ত্বেও গত কয়েক বছরে গ্রামাঞ্চলে বেকারি বৃদ্ধি পেয়েছে। কমেছে শহরে। আজ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিসরাম ওলা বলেন, “১৫-২৯ বছর বয়সীর মধ্যে গ্রামাঞ্চলে বেকারি বাড়লেও শহরে কমেছে।” মন্ত্রক জানিয়েছে, সার্বিক ভাবে ২০১০ থেকে ২০১২-র মধ্যে প্রায় দশ লক্ষ বেকার বেড়েছে গোটা দেশে। শ্রম মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গ্রামাঞ্চলে বেকারি দূর করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। একশো দিনের কাজের ক্ষেত্রে যে জেলাগুলি পিছিয়ে রয়েছে সেগুলিতে নির্বাচনের আগে নজরদারি বাড়াতে পরামর্শ দিয়েছে শ্রম মন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হৃদ্‌রোগে আক্রান্ত হাসপাতালের সুপার
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হৃদরোগে আক্রান্ত হলেন জামশেদপুর এমজিএম হাসপাতালের সুপার শিবশঙ্কর প্রসাদ। রবিবার দুপুরের ঘটনা। শহরের অন্য একটি হাসপাতালে রাতে তাঁর মৃত্যু হয়। গত সন্ধ্যায় এমজিএম হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্রপ্রসাদ সিংহ। ঘন্টাতিনেক সুপারকে সঙ্গে নিয়েই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। হাসপাতালের পরিস্থিতি দেখে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, “এই হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত রোগী আসলে তাঁর চিকিত্‌সার পরিকাঠামোই নেই।” মন্ত্রীকে গাড়ি পর্যন্ত পৌঁছতে যান সুপার। ওই সময়ই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে এমজিএম হাসপাতালের ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ ভর্তি করা হয়। মন্ত্রীর নির্দেশে ব্রহ্মানন্দ হাসপাতাল থেকে চিকিসকদের ডেকে পাঠানো হয়। পরে, ব্রহ্মানন্দ হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাঁকে। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

কাজের চাপে আত্মসমর্পণ ৪ মাওবাদীর

কাজে ভুল হলেই জুটত নেতাদের ‘রক্তচক্ষু’। দিনভর হাড়ভাঙা খাটুনি। বিশ্রামের সময় মিলত না। এ সবে ক্ষুব্ধ হয়ে জঙ্গলের জঙ্গি ডেরা থেকে পালিয়ে এসে আত্মসমপর্ণ করল ৪ মাওবাদী। ওড়িশার মালকানগিরিতে। জেলার এসপি অখিলেশ্বর সিংহ জানান, জঙ্গি-শিবির থেকে পালানোর পর জঙ্গলের মধ্যে দিয়ে ৬০ কিলোমিটার হেঁটে চিত্রকোণ্ডা জলাধারের কাছে পৌঁছয় তারা। ডিঙিনৌকায় ওই জলাধার পার হয়ে সোমবার শহরে হাজির হয়। পুলিশকর্তা জানান, তোলাবাজি, এক জায়গা থেকে অন্য শিবিরে খবর পৌঁছনোর কাজ করত তারা। মাওবাদী কোনও নেতা জঙ্গল-শিবিরে গেলে তাঁর দেখাশোনাও করত। এ সবে অতিষ্ঠ হয়ে চারজন আত্মসমপর্ণের সিদ্ধান্ত নেয়। মুলি গোলোরি নামে এক মাওবাদী বলে, “কাজের খুব চাপ ছিল। নেতাদের কথামতো কাজ না-করলেই বকাবকি করত। অনেকদিন থেকেই মূলস্রোতে ফেরার সুযোগ খুঁজছিলাম।” পুলিশ জানিয়েছে, আত্মসমপর্ণকারী চার মাওবাদী চিত্রকোণ্ডা থানা এলাকার গজলমামোরি গ্রামের বাসিন্দা। সরকারি নিয়ম অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে।

ধর্ষণে চিন্তিত শীর্ষ আদালত
দেশ জুড়ে ধর্ষণের ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করল সুপ্রিম কোর্টও। গত সপ্তাহে মুম্বইয়ের চিত্রসাংবাদিক গণধর্ষণের পর সোমবার, সুপ্রিম কোর্টে বিচারপতি আর এম লোঢার নেতৃত্বাধীন বেঞ্চ বলে, “বিচারব্যবস্থায় কী ফাঁক থাকছে? কেন ৯০% ধর্ষণ মামলাই অমীমাংসিত থাকছে? পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।” গত বছর হরিয়ানায় ১৫ বছরের এক ছাত্রীর গণধর্ষণের মামলার শুনানি চলাকালীন এ কথা বলে কোর্ট। প্রশ্ন রাখে, “কেন বারবার এত ধর্ষণের ঘটনা ঘটছে? বিশেষ করে মেট্রো শহরগুলিতে?” সব রাজ্যকে ধর্ষিতাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে এগিয়ে আসতে নির্দেশ দেয় কোর্ট। এই ব্যবস্থায় যাতে ধর্ষিতা ছাত্রীদের পড়াশোনা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে নজর দেওয়া হয়,সে বিষয়টিও উল্লেখ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

নাবালকদের যৌন সম্পর্ক নিয়ে কোর্ট
স্বেচ্ছায় যদি কোনও নাবালক বা নাবালিকা যৌন সম্পর্ক তৈরি করেন, তা হলে তা নতুন তৈরি ‘পস্কো’ আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিয়েছে দিল্লির এক আদালত। মামলার মূল অভিযুক্ত পশ্চিমবঙ্গের এক যুবককে মুক্তিও দিয়েছে আদালত। যুবকটির বিরুদ্ধে মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনে নাবালিকার মা। কিন্তু সে ধরা পড়ার পরে নাবালিকাটি জানিয়েছিল, স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে বাড়ি ছেড়েছিল সে। অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেশ শর্মা জানান, এ সব ক্ষেত্রে যদি অপরাধের তকমা জোটে, তা হলে বার্তা যাবে যে ১৮ বছরের নীচে কোনও ব্যক্তিরই তার শরীরের উপর কোনও অধিকার নেই। তাই শারীরিক সম্পর্কে জড়িত হওয়ার অধিকারও নেই তাদের।

জম্মু-কাশ্মীর সরকারের সমালোচনায় সুপ্রিম কোর্ট

জম্মু ও কাশ্মীর সরকারের ক্ষতিপূরণ-নীতির কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ করেছে ওমর আবদুল্লা সরকার। কিন্তু সেই ক্ষতিপূরণের পরিমাণটি রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য ও বহিরাগতদের জন্য আলাদা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার ঘোষণা করেছে, “তুমি কাউকে বেশি দিচ্ছ, কাউকে কম। এটা কখনওই সুবিচার নয়।” কিস্তওয়ারে সাম্প্রতিক সংঘর্ষের পরে তীর্থযাত্রীদের নিরাপত্তার দাবিতে একটি জনস্বার্থ মামলা শুরু হয়। সেই মামলার শুনানিতেই এ কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

জওয়ানের মৃত্যু
বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক জওয়ানের। কাল সন্ধ্যায় পূর্ব ইম্ফল জেলার কাইরাং এলাকায় নিজের বাড়িতে দোনলা একটি বন্দুক পরিষ্কার করছিলেন মণিপুর রাইফেল্‌সের জওয়ান থকচম ইয়াইফাবা (২৭)। অসাবধানে ট্রিগারে হাত পড়ে যায় তাঁর। গুলি ছিটকে বুকে ঢুকে যায়। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইয়াইফাবা জাতীয় স্তরের তীরন্দাজি প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন।

বন্‌ধে জেরবার গোয়ালপাড়া
রাভা-হাসোং এলাকায় অ-জনজাতি যৌথ মঞ্চ ও গারো জাতীয়তাবাদী পরিষদের অর্থনৈতিক অবরোধের জেরে আজ দিনভর গোয়ালপাড়া, কামরূপের ৩৭ নম্বর জাতীয় সড়ক ও দোকানপাট বন্ধ থাকল। সেই সঙ্গে বড়োদের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধ বড়োভূমিতেও আংশিক প্রভাব ফেলে। অর্থনৈতিক অবরোধের মধ্যে অবরোধকারীরা দুটি ট্রাক জ্বালিয়ে দেয়। বকো ও চিরাং-এ ট্রেন অবরোধও হয়।

ডুবে মৃত ২ বালক
পুকুরে মিলল দুই শিশুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির লখরায়। পুলিশ জানায়, আজ সকালে দামোদর নগর এলাকার একটি পুকুরে ১০-১২ বছরের দু’টি ছেলের দেহ ভাসতে দেখা যায়। জানা গিয়েছে, তাদের নাম আকাশ বড়ো ও রাহুল মুন্ডা। পুলিশের দাবি, খেলতে খেলতে কোনও ভাবে তারা পুকুরে পড়ে গিয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.