অরুণাভকে সমন জারি বিধানসভার
নিজস্ব সংবাদদাতা |
বিধানসভার স্পিকার সম্পর্কে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করায় স্বাধিকার ভঙ্গের দায়ে সমন জারি হল প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বর্তমানে কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের নামে। আজ, মঙ্গলবার বেলা আড়াইটেয় বিধানসভায় হাজির হওয়ার সমন পাঠানো হয়েছে অধুনা কংগ্রেসের আইনজীবী নেতা অরুণাভবাবুকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি বৈদ্যুতিন মাধ্যমে অরুণাভবাবুর মন্তব্যের প্রেক্ষিতে স্বাধিকার ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিধানসভার স্বাধিকার কমিটির রিপোর্টে অরুণাভবাবুকে সভায় সমন করে শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে সোমবার। সমন পেয়ে অরুণাভবাবু বলেন, “জেলে যাওয়ার এত বড় সুযোগ ! বিধানসভায় অবশ্যই যাব ! ” তবে স্পিকারের সম্পর্কে সংবাদমাধ্যমে মন্তব্য করায় তাঁর নামে যে ভাবে সমন জারি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিধায়ক। |
কুষ্ঠ সেরে গেলেও সত্তরোর্ধ্ব যশোদা নস্করকে বাড়িতে ঠাঁই দেননি তাঁর সাত ছেলেমেয়ে। ফেলে রেখেছিলেন আড়িয়াদহের পাড়ার রোয়াকে। অনাত্মীয় এক রিকশাওয়ালা দেখাশোনা করছিলেন ওই বৃদ্ধার। আনন্দবাজার পত্রিকায় সেই খবর প্রকাশিত হওয়ার এক দিনের মধ্যেই বৃদ্ধার দায়িত্ব নিলেন আদ্যাপীঠ মন্দিরের কর্তৃপক্ষ। তাঁকে রাখা হয়েছে মন্দিরের বৃদ্ধাশ্রমে। পুলিশ রবিবার তাঁকে আশ্রমে পৌঁছে দেয়। থানায় ছেলেদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানান যশোদাদেবী। |
এক মহিলার পিছু নিয়ে কটূক্তি করার অভিযোগে সোমবার দুপুরে জওহরলাল নেহরু রোডের একটি গ্রন্থাগারে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম সুভাষ চক্রবর্তী। অভিযোগকারিণী এবং ওই ব্যক্তি দু’জনেই ওই গ্রন্থাগারের সদস্য। মহিলার অভিযোগ, শনিবার থেকেই ওই ব্যক্তি তাঁকে অনুসরণ করছিলেন। এ দিন গ্রন্থাগারে তাঁর ফোন নম্বরও চান। |
প্রায় ৫৪ লক্ষ টাকার দেড় কেজিরও বেশি সোনা -সহ কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল ছ’জন। পুলিশ জানায়, সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছে ১৮২৪ গ্রাম সোনা মিলেছে। |
মণীন্দ্রচন্দ্র কলেজে পঠনপাঠন, শিক্ষক -শিক্ষিকাদের বেতন ইত্যাদি ঠিকমতো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখার ডিন স্বাগত সেনকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। |