লন্ডনে সত্যজিৎ
সংবাদসংস্থা • লন্ডন |
সত্যজিৎ রায়ের নায়িকাদের নিয়ে আলোচনায় সরগরম লন্ডনের ন্যাশনাল ফিল্ম থিয়েটারের হল। তার একটু আগেই দেখানো হয়েছে ‘মহানগর।’ ওই থিয়েটারেই অন্য স্ক্রিনে তখন চলছে ‘পরশপাথর।’ পরের দিন সেখানে দেখানোর কথা ‘জলসাঘর।’ সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ভারতীয় সিনেমার একশো বছর উদযাপন শুরু করেছে সত্যজিৎ রায়ের ছবির রেট্রোস্পেকটিভ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুকুমার রায়কে নিয়ে তৈরি সত্যজিতের তথ্যচিত্রও রয়েছে তালিকায়। ছোটদের জন্য ‘সোনার কেল্লা’, ‘জয় বাবা ফেলুনাথ’ও আছে। ‘অরণ্যের দিনরাত্রি’ দেখানোর আগে প্রশ্নোত্তর পর্বে হাজির থাকবেন সত্যজিতের নায়িকা শর্মিলা ঠাকুর। ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই রেট্রোস্পেকটিভ। |
উত্তপ্ত মায়ানমার
সংবাদসংস্থা • ইয়াঙ্গন |
দুই গোষ্ঠীর সংঘর্ষে মায়ানমারে ঘরছাড়া কয়েকশো মানুষ। একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায়। ধর্ষককে তাদের হাতে তুলে দিতে হবে বলে দাবি করে একটি গোষ্ঠী। দাবি না মানা হলে হাজারখানেক মানুষ চড়াও হয় অন্য গোষ্ঠীর উপর। দোকান-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ঘরছাড়াদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে। |
কফির কাপে খুন
সংবাদসংস্থা • টোকিও |
স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক রয়েছে। জানতে পেরে রবিবার টোকিওর বাড়িতে স্বামীর মাথায় এবং মুখে কফির কাপ দিয়ে দশ বার আঘাত করেন স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৭০ বছরের ইয়াসুয়ো হিরোসেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্ত এমিকো হিরোসেকে গ্রেফতার করেছে পুলিশ। |