বিশ্ব তিরন্দাজিতে ভারতীয় মেয়েদের স্বর্ণ-লক্ষ্যভেদ! পরপর দু’বার। মেডেলিন-এ ‘স্টেজ থ্রি’-র পর রবিবার বিশ্বকাপ তিরন্দাজির ‘স্টেজ ফোর’-য়েও বাজিমাত করলেন ভারতের দীপিকা কুমারী, বোম্বাইলা দেবী ও রিমিল বুরিয়ুলি। তিন কন্যাকে নিয়ে গড়া ভারতীয় তিরন্দাজ টিম বিশ্বকাপে মেয়েদের দলগত রিকার্ভ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতে। পোল্যান্ডের রোক্ল-তে দীপকাদের সোনা জয়ের কৃতিত্ব আরও বেশি এ জন্য যে, ষষ্ঠ বাছাই ভারতীয় দল ফাইনালে হারিয়েছে শীর্ষ বাছাই কোরীয়দের। |
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোরিয়াকে মাত্র চার পয়েন্টের ব্যবধানে (২১৯-২১৫) হারায় ভারত। দীপিকা কুমারী-বোম্বাইলা দেবীরা ফাইনালে ওঠার পথে প্রথমে ইন্দোনেশিয়াকে ২১৭-২১৬, মেক্সিকোকে ২১১-২০২ পয়েন্টে হারানোর পর সেমিফাইনালে ডেনমার্কের চ্যালেঞ্জ টপকায় ২১৪-২০৬ পয়েন্টে। অন্য দিকে ইয়ুন ওক-হি, কি বো বায়ে এবং জু হিউন জু-কে নিয়ে গড়া শক্তিশীলী কোরিয়া দল ফাইনালের আগে কোনও ম্যাচেই ন্যূনতম ২২২-এর কম স্কোর করেনি। যা দীপিকারা কোনও ম্যাচেই পাননি। কিন্তু ফাইনালে ভারতীয় দল যেখানে পোল্যান্ডের মাটিতে তাদের সর্বোচ্চ স্কোরে (২১৯) পৌঁছে চমকে দেয়, সেখানে শীর্ষ বাছাই কোরিয়া টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন স্কোর করে! যা বিশ্বকাপে দলগত সোনাজয়ী ভারতীয় মহিলা তিরন্দাজদের দাপট আরও বেশি করে প্রমাণ করেছে। |