১২ দিন কেটে গেলেও খয়রাশোলে নিহত তৃণমূল নেতা অশোক ঘোষ খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রতিবাদে শনিবার সকালে খয়রাশোল থানায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিক্ষোভে সামিল হয়েছিলেন নিহতের ছেলে বিশ্বজিৎ ঘোষ ও ভাই দিলীপ ঘোষও। বিক্ষোভকারীদের অভিযোগ, অশোকবাবুর খুনের মূল অভিযুক্ত খয়রাশোল ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় শাসক দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়াতেই পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্রিয় হচ্ছে না।
বীরভূমের পুলিশ সুপার সি সুধাকর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ দিন এক অনুষ্ঠানে রামপুরহাটে যাওয়া রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, “অশোকবাবুর ছেলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। তাঁর উপরে ওঁরা ভরসা রাখতে পারেন।”
ঘটনা হল, অশোক ঘোষের পরিবার ওই ঘটনায় অশোক মুখোপাধ্যায়-সহ ১২ জনের বিরুদ্ধে এফআইআর করেছিল। |
তাঁদের মধ্যে মাত্র চার জনকেই পুলিশ ধরতে পেরেছে। ওই খুনে জড়িত সন্দেহে অভিযোগের তালিকায় নাম না থাকা এক জনকেও পুলিশ গ্রেফতার করেছে। প্রত্যেকেই জেল-হাজতে। বাকিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন ওই বিক্ষোভকারীরা। নিহতের ছেলে বিশ্বজিৎ বলেন, “কেন এখনও বাবার খুনিদের ধরা হল না? অভিযুক্তদের ধরা হচ্ছে না। কারণ, পুলিশের উপরে চাপ রয়েছে বলে মনে হচ্ছে।” অন্য দিকে, অনুব্রত বলেন, “পুলিশ তদন্ত করে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশের উপরে কোনও চাপ নেই।”
এ দিন বিক্ষোভের পরে আন্দোলনকারীরা থানায় একটি স্মারকলিপিও দেন। তাঁরা পুলিশকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। তার মধ্যে পুলিশ ‘সক্রিয়’ না হলে ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র করার হুমকি দিয়েছেন তাঁরা। খয়রাশোলের মতো পাড়ুইয়ের কসবায় নির্দল প্রার্থীর (বিক্ষুব্ধ তৃণমূল) বাবার খুনের ঘটনাতেও অনুব্রত মণ্ডলের নাম জড়িয়ে। তাঁর বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে? মন্ত্রী সুব্রতবাবুর জবাব, “এটা দলের নয়, আইন-শৃঙ্খলার ব্যাপার।” |
নিকাশি নালার ভিতর থেকে একগোছা ভোটার কার্ড উদ্ধার হল পুরুলিয়ার বরাবাজার থানার নামোপাড়ায়। শুক্রবার এক সব্জি বিক্রেতা কার্ডগুলি উদ্ধার করেন। পরে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য সুমিত্রা সিংহ মল্ল কার্ডগুলি থানায় জমা করেন। তিনি বলেন, “১০টি কার্ড মিলেছে। আরও কার্ড নালায় রয়েছে কি না খোঁজ করা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, কার্ডগুলি কোথা থেকে এল তা খতিয়ে দেখা হবে। |