হাতির হামলায় লালগড়ের হরিহরপুরে মৃত্যু হল এক যুবকের। নাম শ্রীকান্ত সিংহ (৩৫)। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটির বাড়ির দাওয়ায় ঘুমিয়ে ছিলেন শ্রীকান্তবাবু। শনিবার ভোররাতে আচমকা এক দাঁতাল হাতি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে কিছুটা দূরে টেনে নিয়ে গিয়ে আছড়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসিন্দাদের অনুমান, হাতিটি দলমার পালের। মেদিনীপুর বন বিভাগের ডিএফও বিজয়কুমার শালিমঠ বলেন, “ময়ূরঝর্না ও দলমার বুনো হাতিরা মিলেমিশে এলাকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ফলে, ঘাতক হাতিটি কোন পালের তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তাকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।” মৃতের পরিবারকে ১ লক্ষ টাকা সাহায্য করা হবে বলে জানান ডিএফও।
|
|
|
ডান পায়ের ক্ষত নিয়ে ক’দিন ধরে কষ্ট পাচ্ছে দাঁতালটি। তবু বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের
বারিশোলের জঙ্গলে
অসুস্থ হাতিটিকে উত্ত্যক্ত করতে ছাড়ছেন না বাসিন্দারা। শনিবার দুপুরেও
দেখা মেলেনি বনকর্মীদের।
ডিএফও (বিষ্ণুপুর) কুমার বিমলের দাবি, এ দিনই তাঁরা
খবর
পেয়েছেন।
দ্রুত হাতিটির চিকিৎসা শুরু করা হবে। শনিবার শুভ্র মিত্রের তোলা ছবি। |
|
|
নিরাপদে। অসীম সিকদারের তোলা ছবি। |
|
|