মালদহে পথ দুর্ঘটনা, মৃত ২ |
মালদহের ইংরেজবাজারে পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ সকালে ইংরেজবাজারের কাটাগড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে ম্যাক্সিট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। পুলিশ সূত্রে খবর, তিনজন আরোহী-সহ মোটরবাইকটি কালিয়াচক থেকে মালদহের দিকে আসছিল। কাটাগড়ের কাছে উল্টোদিক থেকে আসা একটি ম্যাক্সিট্যাক্সির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্য ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন আরোহীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অপর একজনের। গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সেলিম শেখ নামে তৃতীয়জন বাইক আরোহী। আহত হয়েছে ম্যাক্সিট্যাক্সির ২০ জন যাত্রীও। ঘটনার প্রতিবাদে অন্তত দেড় ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
|
মুম্বই গণধর্ষণ-কাণ্ডের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বেআব্রু মহিলাদের নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, মালদহের ইংরেজবাজারে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ইংরেজবাজারের বাবুপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ভাইকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হন ওই ছাত্রী। ছাত্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তার ভাই ও দাদার কাছে টাকা পেত কয়েকজন যুবক। সেই সূত্রে বাড়িতে টাকা চাইতে এসে ছাত্রীটির ভাইকে মারধর করতে থাকে তারা। সেই সময় টিউশন থেকে ফিরে এই ঘটনার প্রতিবাদ করলে ছাত্রীটির সঙ্গে অভব্য আচরণ শুরু করে দুষ্কৃতীরা। আক্রান্ত হন নির্যাতিতার দাদাও। গুরুতর জখম অবস্থায় ছাত্রী ও তার ভাইকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল সূত্রে খবর, ছাত্রীটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
|