মুম্বইয়ে চিত্রসাংবাদিককে গণধর্ষণ, ধৃত ১ |
১৬ ডিসেম্বর দিল্লি কাণ্ডের ছায়া এবার মুম্বইতে। গতকাল রাতে মুম্বইয়ের পারেলে দুষ্কৃতীদের গণধর্ষণের শিকার হলেন একজন মহিলা চিত্রসাংবাদিক। পুলিশ সূত্রে খবর, ম্যাগাজিনের ছবি তোলার জন্য ওই সাংবাদিক গতকাল রাতে তাঁর এক পুরুষ সহকর্মীকে নিয়ে পারেল এলাকায় যান। মহালক্ষ্মী স্টেশনের কাছে পরিত্যক্ত শক্তি মিল চত্বরে তরুণীকে উত্যক্ত করা শুরু করে দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদ করলে তরুণীর পুরুষ সহকর্মীকে ব্যাপক মারধর করে তারা। পুলিশ জানিয়েছে তরুণীকে তুলে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে গণধর্ষণ করে পাঁচ দুষ্কৃতী। |
মুম্বইয়ের শক্তি মিল কম্পাউন্ড। ছবি: পিটিআই |
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের যশলোক হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর অবস্থা সঙ্কটজনক। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশের ২০টি দল ঘটনার তদন্ত করছে বলে প্রশাসন সূত্রে খবর। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পাঁচ অভিযুক্তের স্কেচ আঁকা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত দু’জনকে চিহ্নিত করেছে তরুণী। গতকাল রাতেই যশলোক হাসপাতালে তরুণীকে দেখতে গিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। |
ধর্ষণে অভিযুক্তদের স্কেচ প্রকাশ মুম্বই পুলিশের। পিটিআইয়ের তোলা ছবি। |
পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে অভিযুক্ত অপরাধ শিকার করেছে বলে জানিয়েছেন মুম্বই পুলিশ কমিশনার। ফেরার চার অপরাধীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। |