টুকরো খবর
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সন্ধ্যায় আরামবাগের গৌরহাটি গ্রামের হাজরা পাড়ার বাসিন্দা মালবিকা হাজরা (৩৭) নামে ওই মহিলা রান্নার জন্য একটি মন্দিরের গায়ে রাখা ঘুঁটে আনতে গিয়েছিলেন। সেই সময় একটি সাপ তাঁকে ছোবল মারে বলে পুলিশ জানায়। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হলেই রাতেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

রাজ্যে বাজির শব্দসীমা বেড়ে ১২৫ ডেসিবেল
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইন মোতাবেক পশ্চিমবঙ্গে বাজির শব্দসীমা এত দিন ছিল ৯০ ডেসিবেল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মে সারা দেশে এই শব্দসীমা বেঁধে দেওয়া হয়েছে ১২৫ ডেসিবলে। জাতীয় পরিবেশ আদালত বৃহস্পতিবার রায় দিয়েছে, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শব্দসীমার মাত্রা ১২৫ ডেসিবেল করতে হবে। এ রাজ্যের বাজি প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠনের তরফে আইনজীবী শুভাশিস ভৌমিকের দাবি, জাতীয় পরিবেশ আদালতে আবেদন করা হয়েছিল, দেশের সর্বত্র বাজির যে-শব্দমাত্রা ধার্য হয়েছে, সেই ১২৫ ডেসিবেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হোক। নইলে দেশের অন্য বাজি সংস্থাগুলি একচেটিয়া কারবার করে যাবে। ওই আইনজীবী জানান, জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও নতুন করে বাজির শব্দসীমা নিয়ে দেশ জুড়ে একটি বৈজ্ঞানিক সমীক্ষা চালাতে হবে। সেই সমীক্ষার রিপোর্ট ছ’মাসের মধ্যে জমা দিতে হবে জাতীয় পরিবেশ আদালতে।

জলকেলি
ইন্দোনেশিয়া, মলদ্বীপ বা পশ্চিম এশিয়ার কিছু দেশের উপকূলের ঠিকানা ছেড়ে আচমকাই
জোয়ানিন পেট্রালের দেখা মিলল সুন্দরবনের দোবাঁকির কাছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর
কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর তালিকায় বিপন্ন বলেই চিহ্নিত এই
পেট্রাল এত দূর পাড়ি দিল কেন, তা নিয়ে গবেষণা চলছে। ছবি: শুভার্থী গুহ


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.