বিনোদনের টুকরো খবর
সমতটের আয়োজনে নাট্য প্রশিক্ষণ শিবির
উত্তরপাড়ার সমতট সংস্কৃতির আয়োজনে চতুর্দশ নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে। ১৫ অগস্ট থেকে চার দিনের নাট্য কর্মশালায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কর্মশালায় ১৬টি বিদ্যালয়ের ১৬৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। চারটি ভাগে এই কর্মশালা পরিচালিত হয়। শিশু-নাট্য কর্মশালায় অংশগ্রহণ করে ২০ জন ছাত্রছাত্রী। কিশোর নাট্য কর্মশালায় (সপ্তম থেকে নবম শ্রেণি) ৯৫ জন এবং যুব নাট্য কর্মশালায় (দশম থেকে দ্বাদশ শ্রেণি) ৪৮ জন।
চলছে নাট্য কর্মশালা।—নিজস্ব চিত্র।
উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়, চিল্ড্রেন্স ওন হোম হাইস্কুল, রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়-সহ হুগলি ছাড়াও হাওড়া জেলারও বেশ কিছু স্কুল ওই কর্মশালায় অংশগ্রহণ করেছিল। শিবিরে শরীর ও মনের সৃষ্টিশীলতা, বিশ্বাস, দলবদ্ধতা এবং নেতৃত্ব দানের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়াও সুর ও স্বরচর্চা, কল্পনা ও নাট্য নির্মাণ নিয়েও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় নাট্যকর্মীরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। শিবিরটি পরিচালনা করেন বাসুদেব হুইয়ের নেতৃত্বে সমতটের শিক্ষার্থী-প্রশিক্ষকরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান
নাট্য সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার আন্দুলে। ‘অনামী অঙ্গন’ নাট্য গোষ্ঠীর উদ্যোগে আন্দুল জয়জয়ন্তী হলে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অভিনেতা তথা নাট্য পরিচালক শিবেন বন্দ্যোপাধ্যায়, নাট্যকার শিবশঙ্কর চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে রূপসজ্জা শিল্পী নৃপেন চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হয়। রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং চন্দন মজুমদারের গানে আসর ছিল জমজমাট। এ ছাড়াও ছিল রতন মুখোপাধ্যায় পরিচালিত নাটক। অন্য দিকে, ডোমজুড় মহিয়াড়ী পাবলিক লাইব্রেরির ১২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে ছিল বিভিন্ন প্রতিযোগিতাও। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং সঙ্গীতের আসর বসে। ক্যুইজ ও বসে আঁকো প্রতিযোগিতায় যোগ দেন প্রায় আড়াইশো জন প্রতিযোগী। মাধ্যমিকে স্থানীয় কয়েক কৃতী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।

জ্ঞানানন্দ পুরস্কার
জ্ঞানানন্দ পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল পাঁচলায়। সম্প্রতি পাঁচলার গঙ্গাধরপুরে জ্ঞানানন্দ ট্রাস্টের উদ্যোগে গঙ্গাধরপুর বি এড কলেজের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকুমার সাধুখাঁ। অনুষ্ঠানে জ্ঞানানন্দ পুরস্কার প্রদান করা হয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেনকে। পুরস্কারে দেওয়া হয় মানপত্র, অর্থ এবং একটি শাল। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রবল বর্ষা সত্ত্বেও অনুষ্ঠান দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ।

শাহরুখ মামলা
ছোট ছেলে আবরামের জন্মের আগে শাহরুখ খান লিঙ্গ নির্ধারণের পরীক্ষা করিয়েছিলেন বলে দাবি করে আদালতে গিয়েছিলেন সমাজকর্মী বর্ষা দেশপাণ্ডে। ঠিক কীসের ভিত্তিতে বর্ষা এই অভিযোগ আনলেন, সেটা জানতে চাইল বম্বে হাইকোর্ট। ২৬ অগস্টের মধ্যে বর্ষাকে এ ব্যাপারে প্রয়োজনীয় নথি আদালতে পেশ করতে হবে।

পুরনো খবর:

‘পূর্ব পশ্চিম নাট্যোৎসব’-এর সূচনায় বিভাস চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য এবং
শুভাপ্রসন্ন। বৃহস্পতিবার, স্টার থিয়েটারে। ছবি: স্বাতী চক্রবর্তী


সাংবাদিক বৈঠকে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: পিটিআই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.