শিলিগুড়ির শহরের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত এক যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই রোগে আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন শহরের আরও ২ জন। রোগ সংক্রমণ নিশ্চিত হতে তাদের পরীক্ষা করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শহরের বাসিন্দা এক ব্যক্তি ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁর নাম সমীর বর্মন (৩৪)। বাড়ি শীতলাপাড়া এলাকায়। জ্বরে আক্রান্ত ওই ব্যক্তিকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্য দুই জনকেও শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সব্যসাচী দাস বলেন, “ডেঙ্গি আক্রান্ত কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি। একাংশ শিলিগুড়িরই বাসিন্দা।” শহরের ডেঙ্গির সংক্রমণ নিয়ে অবশ্য পুর কর্তৃপক্ষের কাছে কোনও খবর নেই। পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ শিখা রায় জানিয়েছেন, তাঁকে এ ব্যাপারে কেউ কিছু জানায়নি। তিনি খোঁজ নিয়ে দেখছেন। পুর কর্তৃপক্ষ অন্ধকারে থাকলেও জেলা স্বাস্থ্য কর্তারা অবশ্য বিষয়টি জানেন। তাঁদের হিসাবে একজন ব্যক্তির রক্তে ডেঙ্গির জীবাণু থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। বাকি দু’ জনের পরীক্ষা চলছে। জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ তুলসি প্রামাণিক বলেন, “ডেঙ্গিতে শীতলাপাড়ার বাসিন্দা ১ জন আক্রান্ত। ডেঙ্গি সন্দেহে আরও দু’ জনকে ভর্তি করানো হয়েছে। সংক্রমণের বিষয় নিশ্চিত হওয়া যায়নি।” |