টুকরো খবর |
দুর্ঘটনায় জখম পড়ুয়া, জাতীয় সড়ক অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
অবরোধ চলছে ৬০ নম্বর জাতীয় সড়কে। ছবি: রামপ্রসাদ সাউ |
পথ দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়া জখম হওয়ার ঘটনা ঘিরে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়ায় খড়্গপুর লোকাল থানার সতকুইতে। শেখ হাসিবুল এবং দিলবার মল্লিক নামে মাতকাতপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর দুই ছাত্র যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন একটি মারুতি গাড়ি তাদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যায় তারা। জখম দুই স্কুল পড়ুয়াকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। এ দিন ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। একের পর এক গাড়ি সারি দিয়ে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হয়।
|
কংগ্রেসের মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজীব গাঁধীর জন্মদিবস পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। এই উপলক্ষে এ দিন মেদিনীপুর শহরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাতে ৩৩ জন রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি শম্ভু চট্টোপাধ্যায়। তারপর বিকেলে একটি মিছিল বের করে। জেলা কংগ্রেস ভবন থেকে মিছিলটি বেরিয়ে শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে, মহম্মদ রফিক প্রমুখ। এ দিনই খাদ্য সুরক্ষা বিল পাশ হয়েছে। এই বিলকেও স্বাগত জানানো হয়।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডেবরার বাড়াগড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এক কৃষক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে মঙ্গলবার থেকে। পাঁচদিন ধরে শিবিরটি চলবে। প্রায় ৫০ জন কৃষক যোগ দিয়েছেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে এই শিবিরের উদ্বোধন হয় এদিন। উপস্থিত ছিলেন সমবায় উন্নয়ন আধিকারিক তপন দাস, অজিত শীট প্রমুখ। কম খরচে কী ভাবে উন্নতমানের চাষ সম্ভব, শিবিরে তা নিয়েই কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাড়াগড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্য।
|
দিন-রাতের ফুটবল শহরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
অন্য মাঠে। পায়ে ফুটবল নিয়ে অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়। — নিজস্ব চিত্র। |
মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ড উন্নয়ন মঞ্চের উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মঙ্গলবার। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়, প্রাক্তন ক্রিকেটার সুশীল শিকারিয়া প্রমুখ। সবমিলিয়ে ১৬টি দল যোগ দেয়। এ বার ছিল পঞ্চম বর্ষ। ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসাহ- উদ্দীপনা দেখা দেয়। বহু উৎসাহী মানুষ খেলা দেখতে ভিড় করেন। |
|