
বিন্দাস মুডে দুই মহাতারা।
|

হ্যাডলি ১৯৮৮। হ্যাডলি ২০১৩। নিজের পুরনো সেই ফ্রেম হাতে সেই বেঙ্গালুরুতেই।
|

তিনি নাকি এমন শার্ট বেছেছেন যাতে তাঁর মেদ না বোঝা যায়। দ্রাবিড়োচিত বিনয়।
|

দেখা যদি হল
সখা প্রাণের
মাঝে আয়। বেদি-বিশ্বনাথ।
|

সেরা চার-এর গোল্ডেন ফ্রেম।
প্রসন্ন, কুম্বলে, চন্দ্রশেখর এবং বেদি।
|

হাসছি মোরা হাসছি দ্যাখো।
শ্রীকান্ত-আজহারউদ্দিন।
|

ইয়ে দোস্তি হম নেহি
তোড়েঙ্গে।
চন্দ্রশেখর-হ্যাডলি।
|