গাফিলতিতে মৃত্যু, নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চিকিত্সায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল শিলিগুড়ির কলেজপাড়ার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। সোমবার শিলিগুড়ি থানায় এ ব্যপারে অভিযোগ দায়ের করে রোগীর পরিবারের লোকেরা। মৃত মহিলার নাম অনিতা সিংহ (২৭)। বাড়ি শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। তাঁর স্বামী নীরজ সিংহের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার স্বামী নীরজবাবু জানান, তিন দিন আগে অন্তঃসত্ত্বা অনিতাদেবীকে নার্সিংহোমে ভর্তি কারনো হয়। ওই দিনই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। সুস্থই ছিলেন অনিতাদেবী। কিন্তু গতকাল দুপুরে আইসিইউতে নিয়ে যাওয়া হলেও আমাকে কিছু জানানো হয়নি। নার্সিংহোমের কর্ণধার এ কে বাসু বলেন, “প্রসবের পরে রোগিণীর রক্তক্ষরণ হচ্ছিল। অস্ত্রোপচার করে জরায়ু বাদ দেওয়া হয়। আরও কয়েক জন চিকিত্সক তাঁকে দেখলেও অনিতা দেবী মারা যান।” নীরজবাবু বলেন, “গাফিলতিতেই ওঁকে মরতে হল। দোষীদের শাস্তি চাই।” |
অবাক জীবন
সংবাদসংস্থা • সিডনি
|
নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ৪১ বছরের ভেনেসা তানাসিও। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রায় ৪২ মিনিট ছিলেন অসাড় অবস্থাতেই। তবে থেমে যাননি ওই চিকিৎসকেরা। তাঁর মস্তিষ্কে যাতে রক্ত সংবহন থেমে না যায় তার ব্যবস্থা করার পাশাপাশি ভেনেসার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করেন তাঁরা। তার পর শক দিয়ে তাঁর হৃত্যন্ত্র সক্রিয় করা হয়। চিকিৎসকদের নজিরবিহীন এই লড়াইয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন ভেনেসা। তবে মৃত্যুমুখ থেকে ফিরে আসার কোনও অভিজ্ঞতা শোনাতে পারেননি তিনি। শুধু দু’টি দিন হারিয়ে গিয়েছে তাঁর জীবন থেকে। |
চিকিৎসকের বদলির প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চিকিৎসকের বদলির প্রতিবাদে সোমবার দুপুর থেকে একদল গ্রামবাসী কাঁথি-৩ ব্লকের খড়িপুকুরিয়া হাসপাতালে বিক্ষোভ দেখালেন। খড়িপুকুরিয়া হাসপাতালের চিকিৎসক বানীব্রত বেরাকে সম্প্রতি স্বাস্থ্য দফতর কাঁথি-১ ব্লকের নয়াপুট হাসপাতালে বদলির নির্দেশ দিয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, ওই চিকিৎসক আসায় হাল ফিরেছে এলাকার স্বাস্থ্য পরিষেবার। এখন ওই চিকিৎসককে অন্যত্র বদলি করলে ফের ভুগতে হবে তাঁদের। |
খড়্গপুরে দু’টি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল রবিবার। শিবিরে ৬ জন মহিলা-সহ ২৬ জন রক্তদান করেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কর্মসূচি বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন। |
বহরমপুর মাতৃসদনে জন্ম নিল ৬৯০ গ্রামের এই শিশুটি। আপাতত তার ঠিকানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘সিক নিউ বর্ন কেয়ার ইউনিট’। হাসপাতালের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “মাত্র ২৫ সপ্তাহে ওই শিশুর জন্ম হয়। জেলায় এই প্রথম এত কম ওজনের কোনও সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হল।” |