ফোনটা পেয়ে প্রথমে কয়েক মুহূর্ত কথা বলতে পারেননি কামদুনি প্রাথমিক স্কুলের শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়।
কারণ ফোনের ওপারে কথা বলছেন আমির খান। টিভি-সিনেমায় শোনা সেই অতি পরিচিত কণ্ঠ বলছে, “ম্যায় আমির খান বোল রহা হুঁ।”
সত্যিই কি তিনি! নাকি তাঁর গলা নকল করে কেউ ফোন করেছে? সংশয় কাটাতে প্রদীপবাবু বলেন, ‘‘মানে! আপনি আমির খান?’’
আমির বলেন, ‘‘জি, ম্যায় ওহি। মুম্বই সে বোল রাহা হুঁ।”
কিন্তু কেন আমির ফোন করেছেন প্রদীপবাবুকে? আমির জানান, কামদুনির ঘটনা এবং সেখানকার প্রতিবাদ আন্দোলন দেখানো হবে তাঁর টেলি-শো ‘সত্যমেব জয়তে’-তে। সে জন্য কামদুনির আন্দোলনকারীদের কয়েক জনকে যেতে হবে মুম্বইয়ে।
প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল আগেই। সত্যমেব জয়তে-র জন্য কামদুনি এসে ছবি-সাক্ষাৎকার রেকর্ড করে নিয়ে গিয়েছিল আমির খানের প্রোডাকশন টিম। কিন্তু চূড়ান্ত বাছাই পর্বে শেষ পর্যন্ত কামদুনি থাকবে কি না, তা নিয়ে ছিল সংশয়। গত ১৬ অগস্ট আমির নিজেই ফোন করে সেই সংশয় কাটিয়ে দিয়েছেন। ওই দিন রাত আটটা নাগাদ ফোন করে তিনি জানিয়েছেন, কামদুনির ঘটনার শ্যুটিং শুরু হবে কিছু দিনের মধ্যেই। |
আর কী বললেন আমির?
প্রদীপবাবু জানান, উনি আমাদের আন্দোলনের প্রশংসা করলেন। বললেন, ওই অনুষ্ঠানের মঞ্চে থাকতে হবে আন্দোলনকারীদের কয়েক জনকে। প্রদীপবাবু বলেন, ‘‘আমি ওঁকে বলি, আপনি এক বার কামদুনি আসুন। সবাই চাইছে। আমরা তা হলে আরও বল পাব।’’ আমির বলেন, ‘‘এখানে এখন অনেক কাজ চলছে। আমি যদি এখনই আসি তা হলে কাজ নষ্ট হবে। পরে আমি সময় করে নিশ্চয়ই কামদুনি যাব।’’
এই ফোনই নতুন করে অক্সিজেন জুগিয়েছে কামদুনির আন্দোলনকারীদের। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ‘সত্যমেব জয়তে’র জন্য পাঁচ সদস্যের একটি দল মুম্বই যাবে। ওই দলে থাকবেন প্রদীপবাবু, মৃতার দাদা, মৌসুমী ও টুম্পা কয়াল এবং ভাস্কর মণ্ডল নামের এক যুবক। এঁদের সকলেরই সাক্ষাৎকার নিয়ে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করেছে ‘সত্যমেব জয়তে’র টিম। সেই ‘রিসার্চ টিম’এর অন্যতম সদস্য, স্বাতী চক্রবর্তী সোমবার ফোনে বলেন, ‘‘আমরা কামদুনি গিয়েছিলাম। ওই ঘটনার সব তথ্য নেওয়া হয়েছে। এ বার পরবর্তী পর্যায়ের কাজ চলছে।’’
আমিরের ফোন পেয়ে পরবর্তী প্রস্তুতি নিতে সোমবার সকালেই মধ্যমগ্রামের বাড়ি থেকে কামদুনি যান প্রদীপবাবু। মৌসুমী কয়ালের বাড়িতে গিয়ে প্রদীপবাবু বলেন, ‘‘দিল্লিতে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। এ বার তো মুম্বই যাওয়ার প্রস্তুতি নিতে হবে।’’ মৌসুমীর প্রশ্ন, ‘‘মুম্বই তো দিল্লির থেকেও দূরে, তাই না! দিল্লি তো ট্রেনে গিয়েছিলাম। মুম্বই কি প্লেনে যাব মাস্টারমশাই?’’
প্রদীপবাবু বলেন, ‘‘যাতেই যাই, এ বার তো কোনও নেতা-মন্ত্রী নন। স্বয়ং আমির খান নিয়ে যাবেন। এ বার দেখি, কে রাজনীতির কথা বলে!’’ |