ভারতের রেটিং সম্পর্কে দৃষ্টিভঙ্গি স্থিতিশীলই রাখল মূল্যায়ন সংস্থা মুডিজ। তা ‘বিএএ৩’ স্তরেই রয়েছে, কারণ সরকারি বৈদেশিক ঋণ যথেষ্ট কম ও আমদানির জন্য পর্যাপ্ত বিদেশি মুদ্রাও মজুত রয়েছে। বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসুও দিল্লিতে অ্যাসোচ্যামের সভায় বলেন, “অর্থনীতির যতটা খারাপ ছবি তুলে ধরা হচ্ছে, তা ঠিক নয়। অন্তত ওয়াশিংটনে সেটা মনেই হয় না। ভারতীয়রা আত্ম-সমালোচনা বেশি করেন বলেই এটা হচ্ছে।” |
খোলা বাজার থেকে বিজয় মাল্যর সংস্থা পায়োনিয়ার ডিস্টিলারিজের শেয়ার কেনার অনুমতি পেল ডিয়াজিও। প্রায় ১৫.৭৮ কোটি টাকা মূল্যের ওই শেয়ার কিনতে সংস্থাকে সোমবার সায় দিয়েছে সেবি।
|
টাকার পতন রুখতে ২৬ অগস্ট থেকে নয়া নিয়ম চালু হচ্ছে বিমান যাত্রীদের বিদেশি টিভি আমদানির ক্ষেত্রে। এখন থেকে বিমানে মালপত্রের ওজন-সীমার মধ্যেও ব্যক্তিগত ব্যবহারের এল ই ডি, এল সি ডি বা প্লাজমা টিভি আনতে দিতে হবে আমদানি শুল্ক। |