এক সদ্যোজাতর মৃতদেহ মিলল হাসপাতালের শৌচাগার থেকে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে শিশুটির পরিবার। শনিবার সকালে এমন ঘটনার সাক্ষী থাকল বেলডাঙা-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতাল ও শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অগস্ট বেলডাঙার মর্জিনা বিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাতেই তিনি একটি সুস্থ পুত্র সন্তান প্রসব করেন। শনিবার ভোরে ওই মহিলার স্বামী সানোয়ার শেখ স্ত্রী ও সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে যান। তিনি পুত্রের খোঁজ করলে কর্তব্যরত সিস্টার ও স্বাস্থ্যকর্মীরা জানান, শিশুটি রাতে মারা গিয়েছে এবং তার দেহ রাখা রয়েছে হাসপাতালের পরিত্যক্ত শৌচাগারে। সেখানে গিয়ে দেখা যায়, শিশুটির সারা গায়ে পিঁপড়ে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। সদ্যোজাতর মা মজির্না বিবি বলেন, “ছেলেকে ওরা তুলে নিয়ে মেরে ফেলে দিয়েছে।” মৃতের বাবা সানোয়ার শেখ বলেন, “রাতে বাচ্চাটাকে সুস্থ দেখে গিয়েছে। হঠাৎ সে কী করে মারা গেল? বেলডাঙা ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক অপূর্ব দাস বলেন, “শিশুটির মৃত্যুর কারণ জানতে কর্তব্যরত চিকিৎসককে নির্দেশ দেওয়া হয়েছে। শিশুটিকে পরিত্যক্ত শৌচালয়ে রাখা হল কেন তা দেখা হচ্ছে।”
|
উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে আর্সেনিকমুক্ত কয়েকটি নলকূপের উদ্বোধন হল। বিলিভার্স চার্চের উদ্যোগে শনিবার নলকূপ বসানোর এই অনুষ্ঠানের সূচনা করে রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার পরিবেশের ভারসাম্য রক্ষায় জল সংরক্ষণের উপর জোর দেন। চার্চের তরফে জানানো হয়, রাজ্যের বিভিন্ন এলাকায় আরও ২০০টি নলকূপ বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই চার্চের বিশপ জুরিয়া বর্ধন এবং স্থানীয় কাউন্সিলর পার্থ মিত্র।
|
কর্তব্যে গাফিলতির অভিযোগে মালবাজার ব্লকের এক অস্থায়ী চিকিৎসককে ছাঁটাই করা হয়েছে। ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী ওই চিকিৎসকের নাম মিন্টু ধীবর। একাধিকবার হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার পরিদর্শনে গেলে সংশ্লিষ্ট চিকিৎসককে পাওয়া যায় নি বলে জানা গিয়েছে। |