টুকরো খবর |
খুলল হাওড়া টাউন হল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রায় দশ বছর ধরে সংস্কারের কাজ চলার পরে অবশেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল হাওড়া টাউন হলের দরজা। শনিবার এই উপলক্ষে একটি অনুষ্ঠানে সংস্কার হওয়া নতুন ভবনটির উদ্বোধন করেন মেয়র মমতা জয়সোয়াল। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালের ৪ জানুয়ারি ভোরে হেরিটেজ ভবনের তালিকাভুক্ত হাওড়া টাউন হলের ছাদ ভেঙে পড়ে। |
|
কেউ হতাহত না-হলেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বছরের পুরনো ভবনটি। এ দিন তাঁর বক্তৃতায় মেয়র বলেন, “ভবনটির আমূল সংস্কারের জন্য প্রথমে হেরিটেজ কমিটি-নির্বাচিত একটি ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সময়সীমার মধ্যে কাজ শেষ করতে না পারায় ওই সংস্থাকে বাতিল করে অন্য এক সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়। তাতেই দেরি হয়ে যায়।” মেয়র জানান, এই সংস্কারের কাজ করতে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা। পুরসভা নিজের আয় থেকেই এই টাকা খরচ করেছে।
|
গুলিতে যুবক খুন রায়দিঘিতে
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
গুলি করে খুন করা হল বছর ত্রিশের এক যুবককে। শনিবার বিকেলে রায়দিঘির মণ্ডলপাড়া-বাবলাখোলা গ্রামের কাছে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। রাত পর্যন্ত নিহতের পরিচয় পুলিশ জানাতে পারেনি। স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, ওই যুবক বহিরাগত। আরও দু’জনের সঙ্গে গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। পরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশের অনুমান, সঙ্গীরাই ওই যুবককে খুন করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।
|
কিশোরীর ‘শ্লীলতাহানি’ |
বাবা-মার সঙ্গে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে শ্লীলতাহানি ও নিগ্রহের শিকার হল এক কিশোরী। শনিবার রাত ৮টা নাগাদ সাঁতরাগাছি থানা এলাকার স্বদেশপল্লীর সাহেবপাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মেয়েটি এখন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় রেল হাসপাতালে চিকিৎসাধীন। সে কথা বলার অবস্থায় নেই। ওই কিশোরীর বাবা-মার অভিযোগের ভিত্তিতে তিনজন যুবকের বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ। এক পুলিশকর্তার কথায়, “অভিযুক্তদের পরিচয়ের বিষয় কিছু সূত্র মিলেছে। তদন্ত চলছে।” তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কয়েকজন যুবক ওই কিশোরীকে উত্যক্ত করছিল। তখনই মেয়েটির সঙ্গে অশালীন আচরণের পর তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ওই কিশোরীর বাবা-মা প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তাঁদেরও মারধর করে বলে অভিযোগ। |
|