টুকরো খবর
বানতলা তথ্যপ্রযুক্তি পার্কের দূষণ সমস্যা মেটানোর আশ্বাস
আগামী এক সপ্তাহের মধ্যে বানতলা তথ্যপ্রযুক্তি পার্কের দূষণ সমস্যা মিটবে বলে দাবি করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দূষণের জেরে যে বানতলা চর্মনগরী লাগোয়া তথ্যপ্রযুক্তি বিশেষ আর্থিক অঞ্চলের নাভিশ্বাস উঠছে, প্রশাসনের সর্বোচ্চ স্তরেও সে তথ্য অজানা নয়। এর আগে পঞ্চায়েত ভোটের জন্য বিষয়টির সমাধানসূত্রে পৌঁছনো যায়নি। শনিবার দূষণ সমস্যা মেটানোর ব্যবস্থা করতে বৈঠকে বসেন পার্থবাবু। সেখানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, দমকলমন্ত্রী জাভেদ খান, পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যসচিব সঞ্জয় মিত্র, তথ্যপ্রযুক্তি সচিব সুশান্ত মজুমদার, শিল্প সচিব সি এম বাচাওয়াত-সহ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ওয়েবেলের প্রতিনিধিরা। হাজির ছিলেন চর্মশিল্পের প্রতিনিধি এবং কগনিজ্যান্ট-এর কর্তারাও। বরাবরের মতো এ দিনও চর্মশিল্পের পক্ষ থেকে দাবি করা হয়, প্রথমে বানতলার ওই স্থান চর্মশিল্পের জন্যই নির্দিষ্ট ছিল। তাই সেখানে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে কেন জমি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলে তারা। তবে শেষ পর্যন্ত অবশ্য রাজ্যের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বসা বৈঠকেও দূষণ সমস্যার সরাসরি কোনও সমাধানে পৌঁছনো গেল না। যে কারণে আপাতত শিল্পমন্ত্রীর আশ্বাসের দিকেই তাকিয়ে সব মহল।

হোটেলের ঘরে ৪০টি অজগর
অজগরের আক্রমণে কানাডার দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর পর পেরিয়েছে এক সপ্তাহের কিছু বেশি সময়। ফের ৪০টি অজগর পাওয়া গেল কানাডারই একটি হোটেলের ঘর থেকে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে টরন্টো থেকে ১০০ কিলোমিটার দূরে ব্র্যান্টফোর্ডের একটি হোটেলের ঘরে আলাদা আলাদা প্লাস্টিকের ব্যাগে এক ফুট থেকে সাড়ে চার ফুট দৈর্ঘ্যের সাপগুলি রাখা ছিল। হোটেলটির ম্যানেজার জানান, এক দম্পতি বুধবার রাতে ওই রুমে এসে উঠেছিল। সাপগুলি তারাই এনেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। সাপগুলির অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছে পুলিশ। যত্ন ও খাবারের অভাবে তারা কাহিল।

ব্যাঘ্র সম্মেলন
বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী সংগঠনের প্রথম বর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। বনমন্ত্রী হিতেন বর্মন সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে সংগঠনের মহকুমা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন বিজয় রায়, সম্পাদক হয়েছেন হয়েছেন অরুণ বর্মন। ২৭ জনের মহকুমা কমিটিও গঠন করা হয়েছে।

হাতির হানা
স্কুলের দেওয়াল ভেঙে মিড-ডে মিলের চাল, ডাল খেয়ে গেল বুনো হাতির দল। শুক্রবার রাতে ফালাকাটার তাসাটি চা বাগানের প্রাথমিক স্কুলের ঘটনা। রাতে দলগাঁ জঙ্গল থেকে ৫টি হাতি স্কুল ঘরে দেওয়াল ভেঙে হামলা চালায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.