সহকারি চিকিৎসকে বদলি করায় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে স্বাস্থ্য কর্তারা বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানান, আলিপুরদুয়ার-১ ব্লকের পাঁচকেলগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌম্যজিৎ পুরকায়েক, সহকারি ব্লক স্বাস্থ্য আধিকারিক খুশিময় হালদার ও সহকারি চিকিৎসক পরিতোষ চন্দ্র সরকার-সহ দু’জন স্বাস্থ্য কর্মীর রুটিন বদলির নির্দেশ দেওয়া হয়। সহকারি চিকিৎসকের কাজের প্রশংসা করে বদলি রদ করার দাবি জানান বাসিন্দারা। তবে সরকারি নিয়মে তাঁকে বদলি হতে হবে। আর পরিবর্তে তিনজন চিকিৎসক সেখানে পাঠাব।
|
পুকুরের নোংরা জল ব্যবহার করার ফলে পেটের রোগ দেখা দিল নলহাটির কয়থা গ্রামের মালপাড়ায়। শুক্রবার আক্রান্তের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। নলহাটি ১ ব্লকের বিএমওএইচ কালোবরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ইতিমধ্যে আক্রান্ত ৯৬ জনের মধ্যে ৩৩ জনকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। অনেকেই ঘরে ফিরেছেন। এলাকায় মেডিক্যাল টেম পাঠানো হয়েছে। জরুরি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তবে গ্রামবাসীদের পুকুরপাড়ে শৌচকর্ম করা বন্ধ করতে হবে।” যদিও বাসিন্দাদের দাবি, যাঁরা হাসপাতালে ভর্তি আছেন, তাঁরা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন না।
|
রক্তের শ্রেণি নির্ণয় এবং চক্ষু পরীক্ষা শিবির করল আসানসোল বিএনআর মোড় ক্লাব। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। |