পাঁচটি নতুন ফাঁড়ি চালু শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে চালু হল পাঁচটি নতুন ফাঁড়ি। শুক্রবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের নির্দেশে পুরোদমে কাজ শুরু হয়ে গেল এই পুলিশ ফাঁড়িগুলির। কয়েকটি পুলিশ শিবির চলছিল বেশ কিছুদিন ধরেই। সেগুলিকে ফাঁড়ির মর্যাদা দেওয়া হল। এর ফলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট স্বয়ং সম্পূর্ণ ভাবে কাজ করতে পারবে বলে মনে করছেন পুলিশ কমিশনার কে জয়রামন। তিনি বলেন, “নতুন ফাঁড়িগুলি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ক্ষমতা আরও বাড়াবে। ভবিষ্যতে আরও কয়েকটি নতুন ফাঁড়ি প্রয়োজন অনুসারে চালু করার পরিকল্পনা রয়েছে।” আপাতত প্রতিটি ফাঁড়ির দায়িত্ব দেওয়া হচ্ছে একজন সাব ইন্সপেক্টরকে। তাঁর অধীনে একজন অ্যাসিস্টা্যন্ট সাব ইন্সপেক্টর ও ৬ জন কনস্টেবল দিয়ে আপাতত ফাঁড়ি চালু করা হচ্ছে। প্রতিটি থানায় কয়েকজন হোমগার্ড এবং সিভিক পুলিশকেও অতিরিক্ত দায়িত্ব সামলানোর জন্য বহাল করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ দিন যে পাঁচটি ফাঁড়ির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল তাঁর মধ্যে শিলিগুড়ি থানার অধীনে মিলনপল্লিতে একটি ফাঁড়ি চালু করা হয়েছে। জলপাই মোড়, মিলনপল্লি, স্টেশন ফিডার রোডের কিছুটা অংশ এই ফাঁড়ির অধীনে আনা হয়েছে। ভক্তিনগর থানার অধীনে আশিঘর ফাঁড়ির অধীন এলাকায় আনা হয়েছে, ঘোগোমালি, রবীন্দ্রনগরের একাংশ, চয়নপাড়া, ইস্টার্ণ বাইপাসের কিছুটা এলাকাকে। বাগডোগরা থানার অধীনে রাঙ্গাপানিতে একটি ফাঁড়ি ও প্রস্তাবিত বিমানবন্দর থানাকে আপাতত ফাঁড়ি করে চালু করা হয়েছে। যতদিন পর্যন্ত না পুরোদস্তুর থানার অনুমোদন আসছে ততদিন এটি ফাঁড়ি হিসেবে কাজ করবে। মাটিগাড়া ফাঁড়ির অধীন উত্তরায়ণ উপনগরীতে একটি ফাঁড়ি তৈরি হয়েছে। উত্তরায়ন ফাঁড়ির অধীনে আছে পাতিকলোনি, মাল্লাগুড়ি, দাগাপুরের একাংশ সহ কিছু এলাকা। আশিঘরের জন্য জায়গা এখনও পাওয়া যায়নি। তাই ভক্তিনগর থানা থেকেই কাজ চালানো হবে।
|
পুজোর আগে মিলবে কিসান ক্রেডিট কার্ড
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পূজোর আগেই জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক থেকে দেওয়া হবে কিসান ক্রেডিট কার্ড এবং ঋণ। গ্রামাঞ্চলের মহিলাদের দেওয়া হবে কিসানি ঋণ। ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, গত ১৪ অগস্ট আলিপুরদুয়ার শহরে ব্যাঙ্কের প্রথম শাখা খোলা হয়েছে। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। সেপ্টেম্বর মাসে পরিচালন সমিতির বৈঠকের পরে জলপাইগুড়ি জেলায় প্রায় নয় কোটি টাকা কিসান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হবে। সম পরিমাণ টাকার শয্য বিমাও করিয়ে দেওয়া হবে। তিনি জানান, জমির কাগজ নিয়ে এলেই ব্যাঙ্ক কর্তৃপক্ষই কিসান ক্রেডিড কার্ড বানিয়ে দেবে। তাছাড়া গ্রামাঞ্চলের মহিলারা ২০ জনের স্বনির্ভর গোষ্ঠী গঠন করে ব্যাঙ্কে এলেও তাঁদের ঋণের বন্দোবস্ত করে দেওয়া হবে। এই ঋণ নিলে মহিলাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য করা হবে আলাদা বিমা। আলিপুরদুয়ার মহকুমার বাসিন্দাদের এই ব্যাঙ্কের অংশীদার হওয়ার জন্য ইতিমধ্যে ফর্ম বিলির প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি এটিএম পরিষেবাও শীঘ্রই চালু হবে।
|
শিশুকে ধর্ষণে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একটি শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার শিলিগুড়ির প্রধাননগর থানার চম্পাসারির দেবীডাঙ্গা এলাকায়। ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে সোহন সিংহ নামে এক ব্যাক্তিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোহনের বাড়ি চম্পাসারির দেবীডাঙ্গা এলাকায়। সে তাঁর এক প্রতিবেশির বাড়িতে টিভি দেখতে আসত। শুক্রবার সকালে অন্য দিনের মতই টিভি দেখতে আসে সোহন। তখন বাড়িতে একাই ছিল শিশুকন্যাটি। সেই সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করে সে বলে অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকার শুনে আশাপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে আসেন তাঁর মা। সব জানিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করা হলে সোহনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
|
নদীতে ভেসে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
পাহাড়ের বৃষ্টিতে আচমকা জল বেড়ে যাওয়ায় নদীতে ভেসে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ওই যুবকের মৃতদেহ এদিন তাঁর বাড়ি থেকে চার কিলোমিটার দূরে উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিকাশ থাপা (৩৫)। তাঁর বাড়ি ভুটান পাহাড়ের পাশে বীরপাড়া থানা এলাকার কালাপানি বস্তিতে। পেশায় দিনমজুর ওই যুবক বৃহস্পতিবার এলাকায় ফুটবল খেলতে যায়। বিকালে নদী পার হতে গিয়ে তিনি জলে ভেসে যান।
|
গ্রেফতার ছয়
নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট |
১৪ বছরের এক নাবালিকা বিয়ে করে ফেরার পথে গাড়ি থেকে নামিয়ে ছয় জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মাদারিহাটের ঘটেছে। পাত্র-সহ তার চার আত্মীয় এবং ওই কিশোরীর দিদিমাকে ধরা হয়েছে। পুলিশ জানায়, নাবালিকা বিবাহ আইনে তাদের ধরা হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় মহিলার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খালপাড়া এলাকায়। মহিলার বয়স ৪৫ বছর বলে পুলিশের অনুমান। বাসিটি একটি স্কুল বাস বলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালেও বাসটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। |