|
|
|
|
মিড-ডে মিলের চাল পাচারে নাম জড়াল তৃণমূল নেতার |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্কুলের মিড-ডে মিলের চাল চুরি করে পাচারের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা তথা স্কুলের পরিচালন কমিটির সম্পাদকের বিরুদ্ধে। বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডের নয়াবসত হাইস্কুলের ওই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বস্তা ভর্তি চাল সহ গাড়িটি আটক করেছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও খালাসিকে। ধৃতদের এ দিনই মেদিনীপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার গড়বেতা ৩ ব্লকের বিডিও সুশোভন মণ্ডলের কাছে গ্রামবাসীরা ঘটনার লিখিত অভিযোগ জানান। তারপরই বিডিও চন্দ্রকোনা রোড ফাঁড়িতে অভিযুক্ত সম্পাদক প্রদীপ দন্ডপাট সহ গাড়ির চালক ও খালাসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ঘটনায় মামলা দায়ের করেছে। বিডিও বলেন, “গ্রামবাসীরা আমার কাছে লিখিত অভিযোগ জমা দেন। তারপর আমি থানায় অভিযোগ দায়ের করি।”
বৃহস্পতিবার স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা সবাই বাড়ি চলে যায়। অভিযোগ, তারপর স্কুলের গোডাউন থেকে বস্তা ভর্তি চাল একটি পিক আপ ভ্যানে তোলার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। ৯ বস্তা চাল তোলার পর গাড়িটি চন্দ্রকোনা রোডের দিকে রওনা দিলে গ্রামবাসীরা গাড়িটি ঘিরে ফেলে। কার নির্দেশে স্কুলের চাল নিয়ে যাওয়া হচ্ছে- গ্রামবাসীদের এই প্রশ্নের উত্তরে গাড়ির চালক প্রদীপবাবুর নাম বলে। চাল বাজারে বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হবে বলেও ওই চালক জানায়। পুলিশের জেরাতেও চালক পাচারের জন্য ওই চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করে। প্রদীপবাবু স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তথা তৃণমূলের নয়াবসত অঞ্চলের সভাপতিও। ওই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ ঘোষ বলেন, “পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। আমি কোনও মন্তব্য করব না।” তবে প্রদীপবাবু অভিযোগটি অস্বীকার করেছেন। ওই ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক আকাশদীপ সিংহ বলেন, “ঘটনাটি শুনেছি। আমরা দলের পক্ষ থেকেও ঘটনার তদন্ত করছি।” |
|
|
|
|
|