ব্যাঙ্কক-কলকাতার বিমানে এক জাপানি তরুণীর সঙ্গে অভব্যতার অভিযোগে গ্রেফতার হলেন সহযাত্রী এক পঞ্জাবি প্রৌঢ়। ধৃতের নাম নারায়ণ সিংহ। পুলিশ জানায়, পাইলটকে প্রথমে অভিযোগ জানান ওই তরুণী। কলকাতায় নেমে বিমান সংস্থার ম্যানেজারকে লিখিত অভিযোগ জানান। এ দিকে, বৃহস্পতিবার রাতে মত্ত অবস্থায় ধরা পড়ে বরখাস্ত হন বিমানবন্দরের দুই সাফাইকর্মী। জেট সংস্থার সিনিয়র পাইলট ও এয়ারলাইন্স অপারেটিং কমিটি-র কলকাতা শাখার চেয়ারম্যান সর্বেশ গুপ্ত ওই দুই কর্মীকে দেখে সন্দেহ করেন তাঁরা মত্ত অবস্থায় রয়েছেন।
|
মিড-ডে মিলে আরশোলার অভিযোগে শুক্রবার উল্টোডাঙার এক স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসারেরা সভাপতি কার্তিক মান্নাকে জানান, আরশোলা ছিল অন্য একটি স্কুলের আগের দিনের পাত্রে। সেগুলি এ দিনের খাবারের সঙ্গে একই গাড়িতে পাঠানোতেই বিভ্রান্তি। স্কুলের দাবি, এ দিনও মিড-ডে মিল চেখে দেখেছেন শিক্ষিকারা। খাবারের মান ঠিক ছিল। কার্তিকবাবু বলেন, “বাসি খাবার ও টাটকা খাবারের পাত্র একই গাড়িতে তুলে ভুল করেছে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা। যে সব স্কুলে ওই সংস্থা খাবার দেয়, সেগুলিতে গিয়ে পরিদর্শকেরা খাবারের মান নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। রিপোর্ট না মেলা পর্যন্ত অন্য সংস্থা এ কাজ করবে।”
|
দমদমের কাছে শুক্রবার ভোরে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। পূর্ব রেল সূত্রের খবর, ভোর পৌনে ৬টা নাগাদ দমদম স্টেশনের কিছুটা আগে কারশেডে তার ইঞ্জিন ছ’নম্বর লাইন থেকে নেমে যায়। আটকে যায় আপ মেন লাইনটিও। ফলে সব শাখাতেই বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ছ’জোড়া ট্রেন বাতিল করতে হয়। ১৩টি লোকাল ট্রেন দেরিতে চলে। একটি দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনকে দমদমে ঢোকার আগেই আবার ফেরত পাঠানো হয় শিয়ালদহে। কেন এই দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানার এম এম বর্মণ স্ট্রিটে। মৃতের নাম মহম্মদ আজিজ (৪৪)। মেডিক্যালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। লরিটি আটক হয়েছে। চালক পলাতক। অন্য দিকে, শুক্রবার চিৎপুর থানার সওদাগর পট্টিতে সাবির খান (৫০) নামে এক খালাসির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, লরিতে মোষ তোলার সময়ে লরির ডালা সাবিরের মাথায় পড়ে। |