টুকরো খবর
সাফারি বুকিং হোক অনলাইনে, দাবি
আগামী মাস থেকে শুরু হচ্ছে ডুয়ার্সের পর্যটন মরশুম। তার পরেই দুর্গাপুজো। ইতিমধ্যেই ডুয়ার্সের বনবাংলো, হোম ট্যুরিজম ও লজগুলিতে শুরু হয়েছে পর্যটকদের বুকিং। দার্জিলিং পাহাড়ে সাম্প্রতিক আন্দোলনের জেরে এ বছর পর্যটকদের একটি বড় অংশ ডুয়ার্সমুখী বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। তাঁরা ডুয়ার্সের জন্য অনলাইন বুকিংয়ের মাধ্যমে গাড়ি সাফারি ও হাতির পিঠে জঙ্গল ভ্রমণের ব্যবস্থার দাবিও তুলেছেন। উল্লেখ্য, প্রতি বছরের ১২ জুন থেকে ১৬ সেপ্টেম্বর অবধি জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ থাকে। ওই ব্যবসায়ীদের অভিযোগ, টেলিফোন বা ইমেলে মাধ্যমে ঘর বুকিং হলেও গাড়ি সাফারি বা হাতির পিঠে জঙ্গল ঘোরার অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা নেই। এতে অনেকেই ঘর বুক করে ডুয়ার্সে এসেও সমস্যায় পড়েন। সীমিত ব্যবস্থা থাকায় সবসময় মূলত হাতির পিঠের ঘোরার সুযোগ অনেকেই পান না। রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “বিষয়টি আমারা চিন্তাভাবনা করছি। পর্যটন ও বন দফতরের অফিসারদের সঙ্গে কথা বলছি। বক্সা ব্যাঘ্র প্রকল্পে গাড়ি সাফারি করা নিয়ে আলোচনা চলছে। আশা করছি, এ মরশুমেই তা চালু করা যাবে।” পর্যটন ব্যবসায়ী রাজ বসু অবশ্য বলেন, “ডুয়ার্সের সৌর্ন্দয্য, বন্যপ্রানী ও জনজাতিদের সংস্কৃতি দেখতে প্রচুর পর্যটক ভিড় করেন। আমরা বন ও পর্যটন দফতরকে বলেছি ঘর বুকিংয়ের সঙ্গে হাতি ও গাড়ি সাফারি অনলাইনে বুকিংয়ের সুবিধে চালু করতে। এতে সফর সর্ম্পকে পর্যটকেরা অনেকটাই নিশ্চিত হতে পারবেন।” ইস্টার্ন ডুয়ার্স রিসর্ট ওর্নাস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি পার্থ সারথি রায় বলেন, “অনলাইনে ওই সুবিধা পেলে পর্যটকদের সংখ্যাও বাড়বে। বক্সায় গাড়ি গাড়িতে চালু হলে এলাকাটি আরও আকর্ষনীয় হবে।”

খাদ্য প্রক্রিয়া নিয়ে
খাদ্য প্রক্রিয়াকরণ, বেকারি এবং সংশ্লিষ্ট পরিষেবা নিয়ে শহরে শুরু হল তিন দিনের প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল ফুড বেকারি অ্যান্ড হোটেলটেক’। শুক্রবার এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের আর্থিক বৃদ্ধির প্রায় ৩০ শতাংশই আসে কৃষি এবং খাদ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্প থেকে। তাই মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া-সহ বিভিন্ন জেলায় ১২টি ফুড পার্ক তৈরি করছে সরকার। পাশাপাশি, হিমঘর তৈরির কাজও করা হচ্ছে। এই সংক্রান্ত শিল্পগুচ্ছ, বিপণন কেন্দ্র, ছোট ফুড পার্ক তৈরির চূড়ান্ত ভাবনাও তৈরি বলে তাঁর দাবি। পশ্চিমবঙ্গের প্রায় ৭২% বেকারিই অসংগঠিত। তাদের বিভিন্ন কারিগরি সম্পর্কে ওয়াকিবহাল করতে এবং ছোট ও মাঝারি বেকারিগুলিতে আরও উন্নত প্রযুক্তি চালুর জন্য সহায়তা করতেই এই প্রদর্শনীর আয়োজন করেছে এন কে কপূর অ্যান্ড কোং। মিলন মেলা প্রাঙ্গণে এটি চলবে রবিবার পর্যন্ত।

সেবি-র নিষেধাজ্ঞা
কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রিজ, তার প্রোমোটার ও ডিরেক্টরদের সাধারণ লগ্নিকারীদের ঋণপত্র বিক্রি করে টাকা তুলতে নিষেধ করল সেবি। এখনও পর্যন্ত সংগ্রহ করা টাকা ব্যাঙ্ক বা সংস্থার তহবিল থেকে সরানো যাবে না বলেও তাদের নির্দেশ। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা বেআইনি ভাবে ১ লক্ষের বেশি লগ্নিকারীর কাছ থেকে প্রায় ৪৮ কোটি টাকা তুলেছে।

সেনাবাহিনীর জন্য
স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সশস্ত্র এবং আধা-সামরিক বাহিনীর জন্য নতুন ‘ইউকো বীর শক্তি’ অ্যাকাউন্ট চালু করল ইউকো ব্যাঙ্ক। ওই দুই বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনারা সেভিংস অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এতে ন্যূনতম টাকা রাখার কোনও সীমা নেই। পাওয়া যাবে গাড়ি ও গৃহঋণে সুদ এবং প্রসেসিং ফি-তে ছাড়। বৈদ্যুতিন মাধ্যমে টাকা পাঠানো যাবে নিখরচায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.