বিস্ফোরক থাকতে পারে ব্রেস্ট ইমপ্ল্যান্টে! হিথরো বিমানবন্দরে এ ভাবেই জঙ্গি হানা ঘটাতে পারে আল কায়দা। আশঙ্কায় ব্রিটিশ গোয়েন্দারা। ব্রিটেনের ব্যস্ততম বিমানবন্দর হিথরো। প্রতি দিন হাজারো যাত্রীর আনাগোনা। তার উপর এখন আবার গরম। অন্য সময়ের থেকে যাত্রীর সংখ্যা একটু বেশিই। “সত্যিই এমন একটা আশঙ্কা রয়েছে। মহিলাদের উপর একটু বেশি করে নজর রাখা হচ্ছে। মহিলা-জঙ্গি স্তনের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখতে পারে বলে খবর। আর সেটাই কঠিন হয়ে উঠছে। তবু কড়া নজরদারি রাখছি,” বললেন বিমানবন্দরের এক কর্তা। গোয়েন্দাদের কাছে এ-ও খবর, জঙ্গি-হানার এই নতুন পরিকল্পনা আল কায়দার প্রধান বিস্ফোরক প্রস্তুতকারী ইব্রাহিম আল-আসিরির মস্তিষ্ক প্রসূত। স্বেচ্ছাসেবী জঙ্গিরও অভাব হবে না। গোয়েন্দাদের বক্তব্য, সম্প্রতি পাকিস্তানের জেল ভেঙে বহু জঙ্গি পালায়। তাদের এ কাজে আগ্রহের অভাব হবে না। বিমানবন্দরের স্ক্যানারে যাতে ধরা না পড়ে, তাই জঙ্গিরা এই পন্থা বেছে নিচ্ছে। বলছেন বিশেষজ্ঞরা। অন্য এক গবেষক জানালেন, একটি বিশেষ তরল ইনজেকশনের মাধ্যমে শরীরে ঢুকিয়ে দিলেই ব্রেস্ট ইমপ্ল্যান্ট বোমা ফাটানো সম্ভব।
|
জাহাজ দুর্ঘটনায় মৃত ১৭
সংবাদসংস্থা • ম্যানিলা |
ফিলিপিন্সে যাত্রিবাহী ও মালবাহী জাহাজের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৭ জনের। শুক্রবার সন্ধ্যায় মধ্য ফিলিপিন্সের সেবুর কাছে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী। সংঘর্ষের পরেই ডুবতে শুরু করে যাত্রিবাহী জাহাজ “এম ভি টমাস অ্যাকুইনাস”। জাহাজ ছেড়ে পালাতে নির্দেশ দেন ক্যাপ্টেন। উপকূলরক্ষী বাহিনীর অফিসার জয় ভিলেগাস জানিয়েছেন, উপকূলের কাছেই এই ঘটনা ঘটেছে। প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু হওয়া সত্ত্বেও ১৭ জনকে বাঁচানো যায়নি।
|
শিখ চ্যানেলকে জরিমানা
সংবাদসংস্থা • লন্ডন |
হিংসার বার্তা ছড়াচ্ছে, এ ধরনের অনুষ্ঠান সম্প্রচারের দায়ে একটি শিখ টিভি চ্যানেলকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করল ব্রিটেনের ‘মিডিয়া রেগুলেটর’ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, সঙ্গত টিভি নামের ওই চ্যানেলটিতে যে সব অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে তা শিখ ধর্মাবলম্বীদের ভারতীয় সেনার বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করার উস্কানি দিচ্ছে। যা ব্রিটেনের আইনের বিরোধী।
|
মৃত্যু মিরচির
সংবাদসংস্থা • লন্ডন |
মৃত্যু হল দাউদ ঘনিষ্ঠ মাদক পাচারকারী, আর্ন্তজাতিক বেটিং চক্রে জড়িত জুয়া কারবারি ইকবাল মিরচির। বুধবার লন্ডনের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। শেষকৃত্যের জন্য মিরচির দেহ ভারতে ফেরানো হবে কি না তা নিয়ে কিছু জানায়নি মুম্বই পুলিশ।
|
বেইরুটে মৃত ২২
সংবাদসংস্থা • বেইরুট |
গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। বৃহস্পতিবারের ওই বিস্ফোরণে কোনও আত্মঘাতী জঙ্গির হাত ছিল কি না, তা জানতে মৃতদেহগুলির ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। |