স্বাধীনতা দিবস পালিত হল শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার দুর্গাপুরের বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি দফতর ও ব্যাঙ্কে প্রভাতফেরি, পতাকা উত্তোলন করা হয়। একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের পক্ষ থেকে দুর্গাপুরে এক মানসিক প্রতিবন্ধী পড়ুয়াদের সাহায্যকারী সংগঠনকে অর্থ সাহায্য করা হয়। পাণ্ডবেশ্বরের বিধান স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। আসানসোলে ইসিএল, পূর্বরেলের আসানসোল ডিভিশন, বার্নপুরের ইস্কো, চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় দিনটি পালিত হয়েছে। আসানসোলের ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়, বিএনআর মোড়ে জেলা যুব কার্যালয়ে এবং বিএনআর ক্লাবে পতাকা উত্তোলন করেন মন্ত্রী মলয় ঘটক। রানিগঞ্জের সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন শিশুদের আঁকা প্রতিযোগিতার আয়োজন করে।
|
‘সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট’ (সিএমইআরআই) এর নিখোঁজ কর্মী রামসুরত সিংহের দেহ উদ্ধার হল শুক্রবার। বাড়ি উত্তরপ্রদেশে। ৫ অগস্ট থেকে তিনি কাজে আসেননি। থাকতেন সিএমইআরআই নিউ কলোনির কোয়ার্টারে। কলোনির মধ্যেই মাঠের ধারের জঙ্গলে তাঁর দেহ উদ্ধার হয়। |