তাজিকিস্তান ৩ (নুরউদ্দিন, ফাতখুল্ল, আখতাম)
ভারত ০ |
বদলা নেওয়া হল না ভারতের। ঘটল না ইতিহাসের পুনরাবৃত্তিও। খুজানে ফিফা অনুমোদিত প্রদর্শনী ম্যাচে তাজিকিস্তানের কাছে বিশ্রী ভাবে তিন গোল হজম করল কোভারম্যান্সের ভারত।
ম্যাচের শুরু থেকেই ভারতকে একটু নড়বড়ে লাগছিল। তাজিকিস্তানের সমর্থনে খুজানের স্টেডিয়ামে দশ হাজার সমর্থকের চিৎকারে মানসিক ভাবে কিছুটা পিছিয়ে পড়েছিলেন মেহতাব-সুনীল-সন্দীপরা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের প্রথম কুড়ি মিনিটের মধ্যেই দু’গোলে এগিয়ে যায় তাজিকিস্তান। প্রথম গোলটা হয় বাঁ দিক থেকে করা আক্রমণে। ফাতখুল্লর ক্রস থেকে নুরউদ্দিনের দুরন্ত শট। গৌরমাঙ্গি, অর্ণব, রাজুরা প্রথম গোল হজম করার ছয় মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল ফাতখুল্লর। এরপরও তাজিকিস্তানের আক্রমণ কমেনি। প্রথমার্ধে ভারত মাত্র একটি গোলের সুযোগ পেয়েছিল। সেটাও কাজে লাগাতে ব্যর্থ হন ক্লিফোর্ড।
দ্বিতীয়ার্ধে আরাতা ইজুমি ও লালরিন্দিকাকে নামানোর পর আক্রমণে ফেরে কোভারম্যান্সের দল। কিছুটা সংঘবদ্ধ ফুটবলও খেলতে দেখা যায় সুনীলদের। কিন্তু গোল হয়নি। উল্টে ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান তাজিকিস্তানের আখতাম। এ দিন জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় ভারতের অর্ণব মণ্ডল ও ডাওসনের। নবি-সুব্রতদের বাদ গিয়ে সাফ কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে হার। ম্যাচের পর কোভারম্যান্স বললেন, “এই ম্যাচটা সাফ কাপের আগে আমার ছেলেদের শিক্ষা দিয়ে গেল। তাজিকিস্তানের দলটার অনেক বেশি গতি ছিল। যেটা আমার ছেলেদের সমস্যায় ফেলে দিয়েছিল।”
|