টুকরো খবর
বিদেশিদের ফিটনেসে সন্তুষ্ট নন ফালোপা
চিডিদের ফিটনেস ট্রেনিং চলছে।—নিজস্ব চিত্র
এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য এখনও এক মাস সময় রয়েছে। এই মুহূর্তে তাই দলের কোনও নির্দিষ্ট স্ট্রাটেজি তৈরি করেননি লাল-হলুদের নতুন কোচ মাকোর্স ফালোপা। বুধবার অনুশীলন ম্যাচেও দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেল ব্রাজিলিয়ান কোচকে। কখনও লেনকে হাফে খেলালেন, তো সৌমিক দে’কে খেলালেন স্টপার হিসেবে। ভাসুম এ দিন ভবানীপুরের বিরুদ্ধে সাইড ব্যাক হিসেবে খেললেন। রবার্টকে আবার হাফ এবং স্টপার দুই জায়গাতেই খেলতে দেখা গেল। এ দিকে বিদেশিদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন মার্কোস ফালোপা। বলেও দিলেন, “চিডি-মোগা-ওপারারা এখন পুরো ফিট নয়। পঞ্চাশ শতাংশ ফিট। দলে দেরি করে যোগ দেওয়ার কারণেই ওদের ফিটনেস নিয়ে সমস্যা হচ্ছে।” মার্কোস পুত্র আমেরিকোও বললেন, “ওপারার এখনও পুরো ফিট হতে অন্তত দু সপ্তাহ সময় লাগবে। চিডি, মোগাকেও হার্ড ওয়ার্ক করতে হবে।” অ্যালভিটো ডি’কুনহা ও বলজিৎ সাইনির গোলে এ দিন ভবানীপুরকে ২-০-য় হারাল ইস্টবেঙ্গল। বিদেশিদের তুলনায় দেশি ফুটবলারদের পারফরম্যান্সই মন কেড়েছে লাল-হলুদের নতুন কোচের। গুরবিন্দর, বলজিৎ, লোবো, অ্যালভিটোদের প্রশংসা করে ফালোপা এ দিন বললেন, “ওরা সত্যিই ভাল পারফরম্যান্স করছে। দলের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে ওদের মধ্যে বোঝাপড়াটাও বেড়েছে। এটা ভাল বিষয়।” এ দিন অনুশীলনের পর ফুটবলারদের মেডিক্যাল টেস্ট হয়।

ট্রফি পেল না দীপ্তায়ন
জাতীয় সাব জুনিয়ার দাবা চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেল বাংলা। ফাইনাল রাউন্ডে প্রথম বাছাই বাংলার দীপ্তায়ন দাশগুপ্তকে টেক্কা দিয়ে গেল তামিলনাড়ুর মুরলী কার্তিকেয়ন। দীপ্তায়ন এ দিন তামিলনাড়ুর এনআর বিকাশকে হারালেও পয়েন্টের বিচারে খুব অল্পের জন্যই হাতছাড়া হয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব।
চ্যাম্পিয়নদের পুরস্কার দিচ্ছেন দিব্যেন্দু বড়ুয়া।
চ্যাম্পিয়নের শিরোপা উঠল মুরলীর হাতে। অঘটন ঘটল মেয়েদের বিভাগেও। সেখানেও হেরে গেল প্রথম বাছাই তামিলনাড়ুর ভিকে মনীষা। তাঁকে হারালেন তামিলনাড়ুর আরেক তনয়া মহালক্ষ্মী। উল্লেখ্য, ৬ অগস্ট থেকে শুরু হয়েছিল সাব জুনিয়ার দাবা চ্যাম্পিয়নশিপ।

দোষ স্বীকার আসিফের
স্পট ফিক্সিং কাণ্ডে জনিয়ে দেশের ভাবমূর্তি কলুষিত করার জন্য এ বার দেশের মানুষের কাছে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইলেন মহম্মদ আসিফ। পাকিস্তানের স্বাধীনতা দিবসের সকালে করাচি প্রেস ক্লাবে আসিফ বললেন, “দেশের ভাবমূর্তি খারাপ করা এবং লক্ষ লক্ষ পাক ক্রিকেট ফ্যনদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত। ভবিষ্যৎ প্রজন্ম যাতে ফের এই ভুল না করে তার জন্য আইসিসিকে যাবতীয় সহায়তা করতে চাই।”

ফুটবলার ‘মহাত্মা গাঁধী’
জন লেননের পাস মহাত্মা গাঁধীকে। মহাত্মার পা ঘুরে আসা বল থেকে গোল মাইকেল জ্যাকসনের। স্বপ্ন নয়। পাগলের প্রলাপও নয়। ব্রাজিলের সিরি ‘বি’ ফুটবল টিম অ্যাটলেটিকো গোইয়ানিয়েন্স-এ এমনই সব বিচিত্র নাম ফুটবলারদের। যদিও এ সব নামের কোনওটাই পিতৃদত্ত নয়। যেমন ফরোয়ার্ড কার্লোস আদ্রিয়ানো সুজা ক্রুজ। গোল করে সেলিব্রেশন করতেন মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘মুন ওয়াক’-এর আদলে। সেখান থেকেই তিনি এখন বিখ্যাত আদ্রিয়ানো মাইকেল জ্যাকসন নামে। ড্রেসিংরুমে জন লেননের মতো আচার-আচরণের জন্য স্টপার জন সিলভা স্যান্টোস হয়ে গিয়েছেন জন লেনন স্যান্টোস। মাঠে এবং মাঠের বাইরে সুভদ্র আচরণের জন্য মিডিও হেবের পিও পরিচিত হয়ে গিয়েছেন মহাত্মা গাঁধী নামে। লড়াকু মনোভাবের জন্য দলে গ্ল্যাডিয়েটর নামেও এক ফুটবলার পেয়ে গিয়েছেন তাঁরা।

কোনর্সেও ভাগ্য খুলছে না
ইভান লেন্ডলকে কোচ বানিয়ে অ্যান্ডি মারের যখন জয়জয়কার তখন জিমি কোনর্সের সান্নিধ্যেও ভাগ্য খুলল না মারিয়া শারাপোভার। ওহিওর সাদার্ন ওপেনে প্রথম সেটে এগিয়ে গিয়েও বিশ্বের সতেরো নম্বর স্লোয়ান স্টিফেন্সের কাছে হারলেন ২-৬, ৭-৬, ৬-৩ সেটে। মাত্র মাস খানেক আগেই কোনর্সকে নিজের কোচ করেছেন শারাপোভা।
গ্যালারিতে বিরক্ত কোচ।
তার পর এটিই ছিল কোনর্সের কোচিংয়ে মাশার প্রথম ম্যাচ। গ্যালারিতে বসে ছাত্রীর পুরো ম্যাচ দেখলেও হতাশ নন কোনর্স। শারাপোভার প্রতিক্রিয়া, “চোটের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে। ছোটখাটো ভুল থেকেই এই হার।”

পুরনো খবর:

ভারতীয় রেফারি চিনে
চিনের জাতীয় গেমসে ফুটবল ম্যাচ পরিচালনা করবেন ভারতীয় রেফারি। তাও আবার মহিলা। সাফল্যের মুকুটে তাই নতুন পালক জুড়ল গোয়ার মারিয়ান রেবেলোর। দিন কয়েক আগেই চলতি মরসুমে দেশের প্রথম মহিলা রেফারি হিসাবে আই লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মারিয়া। তার পরেই এই দায়িত্ব। মারিয়ার সঙ্গে ম্যাচ পরিচালনার জন্য যাচ্ছেন আর এক ভারতীয় রেফারি সন্তোষ কুমার। চিনের দালিয়েনে এই প্রতিযোগিতা চলবে ৩১ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

একই দিনে অদ্ভুত নজির
প্রতিপক্ষ সেই ইংল্যান্ড। দিনটাও এক। ১৪ অগস্ট। ৪২ বছরের ব্যবধানে এই বিশেষ দিনেই ১০০ সংখ্যাটা এক অদ্ভুত দ্যোতনা হয়ে রইল দু’জনের জীবনে। সেই দু’জন আবার যে সে নন। ক্রিকেট দুনিয়ার ‘হুজ হু’ তো বটেই। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান আর সচিন রমেশ তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের ডন আর আধুনিক ডন। ১৯৪৮ সালে এই দিনেই জীবনের শেষ টেস্টে এরিক হোলিসের দ্বিতীয় বলে ওভালে শূন্য রানে আউট হয়ে ফিরেছিলেন ক্রিকেটের ডন। সে দিন মাত্র চার রানের জন্য টেস্টে রানের গড় ১০০ স্পর্শ করেনি ব্র্যাডম্যানের। থেমে গিয়েছিল ৯৯.৯৪-এ। ১৯৯০-এ আবার এই দিনেই ওল্ড ট্র্যাফোর্ডে জীবনের প্রথম টেস্ট শতরান সচিনের।

অন্য খেলায়
আইএফএ-র ৩৩তম ফুটবল প্রেমী দিবস হবে শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.