হাতির দলের লাগাতার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর বিট লাগোয়া গ্রামবাসীরা। চৌকান, খড়িকাশুলি, বাসুদেবপুরে ধানের ক্ষতি হয়েছে বলে তাঁদের অভিযোগ। হাতি তাড়ানো ও ক্ষতিপূরণের দাবিতে রোজই রেঞ্জ অফিসে ভিড় জমাচ্ছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। বড়জোড়া থেকে জয়পুর হয়ে বিষ্ণুপুরে ঢুকে ২৫টি হাতির দল ফসল তছনছ করছে। চৌকান গ্রামের শ্যামল লোহার, পশুপতি লোহার বলেন, “গত তিনদিনে প্রায় ৭০ বিঘা জমির স্বর্ণধান নষ্ট হয়েছে। বন কর্মীদের দেখা মেলেনি। বাধ্য হয়ে রেঞ্জ অফিসে গিয়ে ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবি জানিয়েছি।” বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার প্রকাশ ওঝা বলেন, “ক্ষতিপূরণের চেষ্টা করা হবে। হাতির দলটিকে সরানোর চেষ্টা চলছে।”
|
ষাঁড়ের হামলায় মৃত্যু হল এক জনের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি পাঁচ জন। গোলাঘাট শহরের ঘটনা। বুধবার কোলামণি শইকিয়া নামে এক ব্যক্তিকে আক্রমণ করে ষাঁড়টি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার থেকেই ষাঁড়টি শহর দাপিয়ে ঘুরছিল। বাটা মোড়ে তারামতি তাঁতি নামে এক বৃদ্ধাকে গুঁতিয়ে দেয়। কোর্ট রোডে আরও চার জনকে জখম করে ষাঁড়টি। এক ব্যক্তির মৃত্যুর পরই ষাঁড়টিকে ধরতে অভিযান চালায় পুলিশ, বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলিতে কাবু করে সেটিকে বন্দি করা হয়। পশু-চিকিৎসক জানিয়েছে, সম্ভবত জলাতঙ্ক রোগ হয়েছে ষাঁড়টির। আপাতত সেটিকে পশু হাসপাতালে রাখা হয়েছে।
|
সোনালি টিকটিকি (গোল্ডেন গেকো) পাচারের অভিযোগে ধরা পড়ল জঙ্গি সংগঠন ডিম হালমা দাওগের চেয়ারম্যান দিলীপ নুনিসা। দিসপুর এলাকায় গাড়ি তল্লাশির সময় সংঘর্ষবিরতিতে থাকা ওই সংগঠনের নেতার গাড়িতে ওই বিরল প্রাণী উদ্ধার হয়। কামরূপ এসএসপি আনন্দপ্রকাশ তিওয়ারি জানান, আন্তর্জাতিক বাজারে একটি গেকোর দাম কমপক্ষে ৩০ লক্ষ টাকা।
|