প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফাইলেরিয়া নির্মূল কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করতে সোমবার থেকে এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে মেদিনীপুরে। শহরের ক্ষুদিরাম পরিকল্পনা ভবনের সভাঘরে এই শিবির চলছে। এদিন জেলার বিভিন্ন এলাকার বিএমওএইচ, বিপিএইচএন প্রমুখ এতে যোগ দেন। ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা। কী ভাবে কর্মসূচি রূপায়ণ করা হবে, সফল ভাবে কর্মসূচি সম্পন্ন করতে ঠিক কী কী পদক্ষেপ করা দরকার, তা নিয়েই আলোচনা হয়। কাল, বুধবার পর্যন্ত এই শিবির চলবে। |
এ বার ন্যায্যমূল্যের দোকান ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর মেডিক্যালের পর এ বার ন্যায্যা মূল্যের ওষুধ দোকান চালু হচ্ছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। কাল, বুধবার দোকানটির উদ্বোধন হবে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওষুধ দোকানটির উদ্বোধন করবেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত থাকার কথা জেলাশাসক গুলাম আলি আনসারি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ প্রমুখের। আগামী দিনে খড়্গপুর এবং ঘাটাল মহকুমা হাসপাতালেও ন্যায্য মূল্যের ওষুধ দোকান চালু হবে। |