মিড-ডে মিলের চাল ভূগর্ভে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্কুলচত্বরে মাটি খুঁড়ে মিড-ডে মিলের চালের হদিস পেল জেলা প্রশাসন। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার সাতকড়ি বঙ্গ বিদ্যালয় হাইস্কুলের ঘটনা। পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে বারুইপুরের মহকুমাশাসকের কাছে স্কুল-কর্তৃপক্ষের বিরুদ্ধে মিড-ডে মিলের চাল মাটিতে পুঁতে ফেলার অভিযোগ করেন রাজপুর-সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ বিশ্বাস। সোমবার মহকুমাশাসকের একটি প্রতিনিধি দল স্কুল চত্বরে মাটি খুঁড়ে কয়েক বস্তা চাল উদ্ধার করেন। চালের নমুনাও নেওয়া হয়। জেলা-প্রশাসন সূত্রে খবর, স্কুল-কর্তৃপক্ষ তাদের জানান, ১০৮৭ কেজি চালে পোকা লাগায় তাঁরা মাটিতে পুঁতে দেন। জেলা-প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই ওই চাল মাটিতে পোঁতা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রধান শিক্ষক রতন বারুই বলেন, “পোকা ধরার বিষয়টি পুরসভাকে জানিয়েছিলাম। তার পর পুঁতেছি।” যদিও পুরসভার তরফে তা অস্বীকার করা হয়েছে। মহকুমাশাসক পার্থ আচার্য বলেন, “সব খতিয়ে দেখে স্কুল-কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
|
গাড়ি আটক, ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
হাওড়ার ডোমজুড় থেকে ছিনতাই হওয়া একটি গাড়ি মিলল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। সোমবার বিকেলে গাড়িটিকে আটক করে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিন জন বারুইপুরের বাসিন্দা। দু’জনের বাড়ি ডায়মন্ড হারবারে। পুলিশ সূত্রের খবর, গত ৮ অগস্ট ডোমজুড় থেকে পাঁচ দুষ্কৃতী গাড়িটি ভাড়া নেয়। পরে রাস্তায় ঘুমের ওষুধ খাইয়ে চালককে বেহুঁশ করে গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। পরে জ্ঞান ফিরে এলে চালক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গাড়ির খোঁজে বিভিন্ন থানায় খবর পাঠায়। এ দিন বিকেলে ডায়মন্ড হারবারের রত্নেশ্বরপুর মোড়ের একটি গ্যারাজ থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
|
থানা ভাগের জেরে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারাসত থানা ভেঙে চার ভাগ হওয়ায় ব্যারাকপুর ও বারাসতের মধ্যবর্তী খিলকাপুরের সুভাষনগর, ময়নার মতো এলাকাগুলি পড়েছে পাঁচ কিলোমিটার দূরবর্তী দত্তপুকুর থানা এলাকায়। এর প্রতিবাদে সোমবার বেলা ১২টা থেকে প্রায় এক ঘণ্টা বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ করেন সুভাষনগর এলাকার বাসিন্দারা। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের এক কর্তা বলেন, “নতুন নিয়মে পঞ্চায়েত এলাকাগুলি বারাসত থানার বাইরে অন্য থানাগুলির অন্তর্ভুক্ত হয়েছে। এই নিয়মের কোনও অন্যথা হবে না।” দিন তিনেক আগেও একই কারণে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন ময়নার বাসিন্দারা।
পুরনো খবর: থানা ভাগের জেরে সড়ক অবরোধ
|
বনগাঁয় নকআউট ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ জাগ্রত সঙ্ঘের পরিচালনায় আট দলীয় নক-আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল শুক্রবার। বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্যাচে বনগাঁর ১২-র পল্লি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়ে দেয় অশোকনগরের শহিদ সঙ্ঘকে। খেলার প্রথমার্ধেই গোল করে ১২-র পল্লি। ফাইনাল খেলা হবে আগামী ১৮ অগস্ট। কয়েক বছর ধরে হয়ে আসা এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহও রয়েছে। তার অন্যতম প্রধান কারণ, কলকাতার নামী ক্লাবের বেশ কিছু ফুটবলার এই খেলায় অংশ নেন।
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ |
ছাদের দরজা দিয়ে বাড়িতে ঢুকে লুঠপাট চালাল এক দল সশস্ত্র দুষ্কৃতী। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলপির নিশ্চিন্তপুরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১২টা নাগাদ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ব্রজকিশোর হালদারের বাড়ি হানা দেয় জনাসাতেক সশস্ত্র দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘণ্টাখানেক লুঠপাট চালিয়ে সদর দরজা দিয়ে চম্পট দেয় তারা। ব্রজবাবু পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, নগদ টাকা ও কিছু সোনা-রুপোর গয়না চুরি গিয়েছে। পুলিশ জানায়, একটি ডাকাতির মামলা রুজু করে তদন্ত চলছে। রাত অবধি কেউ ধরা পড়েনি। |