|
|
|
|
বাধা নয় নন্দীগ্রাম, গুরুত্বপূর্ণ পদে তিন অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নন্দীগ্রাম কাণ্ডে সিবিআই তদন্ত রিপোর্টে নাম থাকায় কেন্দ্রীয় সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পাননি পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক অনুপ অগ্রবাল। এক কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করছেন তিনি। অথচ সেই সিবিআই রিপোর্টে নাম থাকা সত্ত্বেও পদোন্নতি পেয়ে অথবা গুরুত্বপূর্ণ পদে বদলি হলেন গুলি চালনার ঘটনায় অভিযুক্ত আইপিএস অফিসাররা। স্বরাষ্ট্র দফতরের কর্তারা জানিয়েছেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নন্দীগ্রাম কাণ্ডে কোনও অফিসারকেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে না। ফলে তাঁদের পদোন্নতি দিতেও কোনও সমস্যা নেই। কর্তাদের কেউ কেউ আবার জানিয়েছেন, সিবিআই তদন্ত রিপোর্ট মেনে প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। তাই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই অভিযুক্ত অফিসারদের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে।
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামের অধিকারীপাড়ায় গুলি চালনার ঘটনায় অভিযুক্ত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি হয়েছে। সিবিআই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার করতে চায়। কলকাতা পুলিশের ডিসি-ইএসডি থেকে তাঁকে ডিআইজি-ট্রেনিং পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর এক আইপিএস দেবাশিস বড়ালকে খড়গপুরের রেল পুলিশ সুপার থেকে কলকাতা পুলিশের দ্বিতীয় ব্যাটেলিয়নের ডিসি করা হয়েছে। গুলিচালনার দিন ভাঙাবেড়ায় উপস্থিত থাকা হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরীকে উত্তর ২৪ পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার পদে। নন্দীগ্রামে অভিযুক্ত পুলিশ অফিসারদের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে বদলির নির্দেশে বিস্মিত তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বদলি করা প্রশাসনিক সিদ্ধান্ত। এ নিয়ে কোনও মন্তব্য করব না। তবে সিবিআই বলুক বা না বলুক ওই অফিসাররা মানুষের চোখে নন্দীগ্রামে গুলিচালনার ঘটনায় মূল অভিযুক্ত। ফলে কোনও না কোনও দিন তাঁদের শাস্তি পেতেই হবে।”
পার্ক স্ট্রিট কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর রোষে পড়া কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) দময়ন্তী সেনকে দার্জিলিঙে পাঠানো হয়েছিল। তাঁকে ডিআইজি সিআইডি পদে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশ্যাল অ্যাডিশনাল পুলিশ কমিশনার জাভেদ শামিমকে জলপাইগুড়ির স্পেশ্যাল আইজি করে পাঠানো হয়েছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। বীরভুমের পুলিশ সুপার মুরলীধর আসছেন কলকাতা পুলিশের ডিসি-সাউথ হয়ে। স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গয়াল। অজয় নন্দ হচ্ছেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি। তিনি পুরুলিয়ায়
বসবেন। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের প্রধান হয়েছেন ত্রিপুরারি। বিশাল গর্গ হচ্ছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। বীরভূম ও পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হচ্ছেন সি সুধাকর এবং সুধীরকুমার নীলকান্ত। |
পুরনো খবর: নন্দীগ্রাম কাণ্ডে বুদ্ধদেবকে ছাড় দিল সিবিআই |
|
|
|
|
|